Advertisement
১৯ ডিসেম্বর ২০২৪
Nick Jonas Priyanka Chopra

‘মনে হচ্ছে সৎ মা আর ছেলে হোলি খেলছে’, কুৎসিত আক্রমণের মুখে প্রিয়ঙ্কা

সেই পোস্টের কমেন্ট বক্সেই উড়ে আসতে থাকে নানা কটূ মন্তব্য। প্রিয়ঙ্কা নিকের থেকে বয়সে যে ১০ বছরের বড় তা নিয়েও বিদ্রুপ করতে শুরু করে নেটাগরিকদের একাংশ।

রং খেলছেন প্রিয়ঙ্কা-নিক।

রং খেলছেন প্রিয়ঙ্কা-নিক।

নিজস্ব প্রতিবেদন
কলকাতা শেষ আপডেট: ১০ মার্চ ২০২০ ১৮:৫৬
Share: Save:

নিকের সঙ্গে বয়সের ফারাক নিয়ে ফের কটাক্ষের শিকার হলেন অভিনেত্রী প্রিয়ঙ্কা চোপড়া। ‘স্ত্রী নয়, নিকের মা মনে হচ্ছে তাঁকে’ —সোশ্যাল মিডিয়ায় এই সব কুৎসিত মন্তব্য ভেসে উঠল প্রিয়ঙ্কার উদ্দেশে।

হোলি উপলক্ষে স্বামী নিককে নিয়ে পুনেতে গিয়েছেন প্রিয়ঙ্কা। নিকের প্রথম হোলি। তাই একটু অন্য রকম ভাবেই দিন কাটানোর প্ল্যান ছিল তাঁর। মঙ্গল বার সকালে ইনস্টাগ্রামে নিকের সঙ্গে রঙে মাখা ছবি পোস্ট করেন প্রিয়ঙ্কা। “জীবনের বেশ কিছুটা সময় রঙিন হয়েই কাটছে আমাদের। সবাইকে হোলির অনেক শুভেচ্ছা”, ক্যাপশনে লেখেন প্রিয়ঙ্কা।

সেই পোস্টের কমেন্ট বক্সেই উড়ে আসতে থাকে নানা কটূ মন্তব্য। প্রিয়ঙ্কা নিকের থেকে বয়সে যে ১০ বছরের বড় তা নিয়েও বিদ্রুপ করতে শুরু করে নেটাগরিকদের একাংশ। যদিও নিক-প্রিয়ঙ্কার হয়েও মুখ খোলেন কেউ কেউ। এক জন লেখেন, “খারাপ কথা লেখার থাকলে নিজের প্রোফাইলে গিয়ে লিখুন।” আর এক জন লিখেছেন, “এক জন স্বামী যদি স্ত্রীর থেকে বছর দশেকের বড় হয় তখন আপনাদের এই নীতি পুলিশগিরি কোথায় থাকে? স্ত্রী যদি বড় হয় তখনই বিশাল সমস্যা হয়ে যায় আপনাদের?”

দেখুন নিকের সেই পোস্ট

We have already been living in color over the past few days. Literally. Nick’s first Holi was made so special being home. May everyone celebrating have a very happy and safe Holi.

A post shared by Priyanka Chopra Jonas (@priyankachopra) on

বয়সের ফারাক নিয়ে খারাপ মন্তব্য নিক-প্রিয়ঙ্কার জীবনে নতুন নয়। বিয়ের পর থেকেই নানা ভাবে সোশ্যাল মিডিয়ায় ট্রোলড হতে হয়েছে তাঁদের। কিছু দিন আগেই প্রিয়ঙ্কার সঙ্গে ‘এজ গ্যাপ’ নিয়ে মুখ খুলেছিলেন নিক। তিনি বলেছিলেন, ‘ইটস কুল’। বিভিন্ন সাক্ষাৎকারেও প্রিয়ঙ্কা বলে এসেছেন, মানুষের এই স্বভাব দ্বিচারিতা ছাড়া কিছুই নয়।

আরও পড়ুন-সোশ্যাল মিডিয়ায় মেয়েকে নিয়ে কদর্য ট্রোলিং, মুখ খুললেন কাজল

করিনা কপূরও সইফের থেকে বেশ খানিকটা ছোট। সেই বিয়ে মেনে নিতে অসুবিধে না হলে নিক-প্রিয়ঙ্কার বয়সের পার্থক্যে ভুরু কুঁচকে যায় কেন বেশির ভাগের? প্রশ্নটা সেখানেই।

অন্য বিষয়গুলি:

Nick Jonas Priyanka Chopra Bollywood Holi 2020
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy