৯২ বছর বয়সে মৃত্যু ‘ভারতরত্ন’ লতার। ফাইল চিত্র।
রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্য হল লতা মঙ্গেশকরের। প্রধানমন্ত্রী ফুল দিয়ে শ্রদ্ধা জানান। মরদেহে শ্রদ্ধাজ্ঞাপন হয় রাষ্ট্রপতির তরফেও। লতা মঙ্গেশকরের ভাই হৃদয়নাথ মরদেহের মুখাগ্নি করেন। রবিবার ৯২ বছরে বয়সে প্রয়াত হন সুরসাম্রাজ্ঞী লতা মঙ্গেশকর।
Mortal Remains of singer Lata Mangeshkar consigned to flames with full state honours, at Shivaji Park, Mumbai pic.twitter.com/a7vYdVUQm1
— ANI (@ANI) February 6, 2022
ফুল দিয়ে লতা মঙ্গেশকরের মরদেহে শেষ শ্রদ্ধা জানালেন সচিন, শাহরুখেরা। উপস্থিত বিশিষ্টজনেরা।
#WATCH | Cricketer Sachin Tendulkar and actor Shah Rukh Khan pay last respect to veteran singer Lata Mangeshkar at Mumbai's Shivaji Park pic.twitter.com/r22Njpi4XW
— ANI (@ANI) February 6, 2022
লতার মরদেহে একে একে ফুল দিয়ে শ্রদ্ধা জাভেদ আখতার, রাজ ঠাকরে প্রমুখের। শ্রদ্ধা প্রধানমন্ত্রীর।
#WATCH | Prime Minister Narendra Modi attends state funeral of veteran singer Lata Mangeshkar https://t.co/6nEuiFXXXo
— ANI (@ANI) February 6, 2022
লতা মঙ্গেশকরের মরদেহে মালা দিয়ে শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। উপস্থিত বিভিন্ন ক্ষেত্রের বিশিষ্টরা। আরব সাগরের তীরে আজ শোকের হাওয়া। শোকার্ত সারা দেশ।
Prime Minister Narendra Modi pays last respect to veteran singer Lata Mangeshkar in Mumbai pic.twitter.com/2WtTe9aXgT
— ANI (@ANI) February 6, 2022
লতা মঙ্গেশকরকে শেষ শ্রদ্ধা জানাতে মুম্বই পৌঁছলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিমানবন্দরে তাঁকে স্বাগত জানাতে উপস্থিত মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরের পুত্র ও মহারাষ্ট্রের অন্যান্য মন্ত্রী। বিমানবন্দর থেকে শিবাজি পার্কের দিকে যাচ্ছে প্রধানমন্ত্রীর কনভয়।
Prime Minister Narendra Modi reaches Mumbai to attend the funeral ceremony of Bharat Ratna Lata Mangeshkar
— ANI (@ANI) February 6, 2022
(Pics source: Maharashtra Governor Office) pic.twitter.com/QelLRB8Dx1
লতাকে তিনি ‘মা’ বলে সম্বোধন করতেন। লতার গানের কোটি কোটি ভক্তের মধ্যে অন্যতম অনুরাগী সচিন তেণ্ডুলকর। গায়িকারও যথেষ্ট কাছের ছিলেন তিনি। মরদেহে শেষ শ্রদ্ধা জানাতে শিবাজি পার্কে উপস্থিত সচিন। এছাড়া পৌঁছে গিয়েছেন এনসিপি নেতা শরদ পাওয়ার। এমএনএস প্রধান রাজ ঠাকরে প্রমুখ।
লতা মঙ্গেশকরকে শেষ শ্রদ্ধা জানাতে শিবাজি পার্কে উপস্থিত হলেন শাহরুখ খান।
শিবাজি পার্কে পৌঁছে গেল শিল্পীর মরদেহ। উপস্থিত রয়েছেন লতা মঙ্গেশকরের পরিবারের সদস্যরা। একে একে আসতে শুরু করেছেন বিশিষ্টরা। আসছেন প্রধানমন্ত্রীও।
লতা মঙ্গেশকরের মৃত্যুতে দু’দিনের শোকজ্ঞাপনের ঘোষণা কর্ণাটকের। মুখ্যমন্ত্রী বাসবরাজা বোম্মাই জানান, আগামী দু’দিন অর্ধনমিত থাকবে জাতীয় পতাকা। বন্ধ থাকবে সব রকম সরকারি অনুষ্ঠান।
Karnataka govt announces two days of state mourning as a mark of respect to legendary singer #LataMangeshkar
— ANI (@ANI) February 6, 2022
"All public entertainment programs are prohibited and National Flag will be flown at half-mast," CM Basavaraja Bommai said in a statement
শেষকৃত্যানুষ্ঠান সম্পন্ন হবে সন্ধে সাড়ে ছ’টা নাগাদ। তার আগে শিবাজি পার্কে বাজছে একের পর এক লতার গান। শোকের আবহ শহরজুড়ে।
প্রয়াত শিল্পীর বাড়িতে উপচে পড়ছে ভক্তদের ভিড়। শিল্পীকে শেষ শ্রদ্ধা জানাতে উপস্থিত হয়েছেন বিশিষ্টরা। শেষযাত্রায় লতা মঙ্গেশকর। প্রয়াত শিল্পীর দেহ ঢাকা হল তেরঙ্গা পতাকায়। হাতজোড় করে প্রণাম করে বিদায় বোন আশা ভোঁসলের।
Mumbai | People join the funeral procession of #LataMangeshkar as it proceeds to Shivaji Park from her 'Prabhukunj' residence
— ANI (@ANI) February 6, 2022
The last rites of the legendary singer will be performed at Shivaji Park today evening pic.twitter.com/poVpSWNm2f
প্রয়াত শিল্পীর ছবিতে মাল্যদান ও ফুল দিয়ে লতাকে শ্রদ্ধার্ঘ কংগ্রেস নেতা রাহুল গান্ধীর। লুধিয়ানার সভা থেকে লতাকে প্রণাম রাহুলের।
নেট মাধ্যমে আবেগতাড়িত টুইঙ্কল খান্না। রাজেশ-কন্যা বাবার সঙ্গে লতা মঙ্গেশকর ও রাহুল দেব বর্মনের ছবি দিয়ে লেখেন, ‘‘ওঁনার (লতা) সুরের মূর্ছনা চিরদিন থেকে যাবে আমাদের হৃদয়ে।’’
লতা মঙ্গেশকরের মৃত্যুতে শোকস্তব্ধ দেশ। সোমবার রাজ্যে সরকারি ছুটি ঘোষণা করল মহারাষ্ট্র সরকার। রবিবার সন্ধে ৬টা নাগাদ শিবাজি পার্কে শেষকৃত্য সম্পন্ন হবে লতার।
শিবাজি পার্কে লতা মঙ্গেশকরের শেষকৃত্যের প্রস্তুতি চলছে। বিকালেই এখানে শিল্পীকে শেষ শ্রদ্ধা জানাতে আসবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। থাকবেন অন্যান্য বিশিষ্ট।
Preparations are underway for the state funeral of singer Lata Mangeshkar at Mumbai's Shivaji Park pic.twitter.com/socyiQmhSB
— ANI (@ANI) February 6, 2022
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy