Advertisement
০২ নভেম্বর ২০২৪
৯২ বছর বয়সে মৃত্যু ‘ভারতরত্ন’ লতার।

৯২ বছর বয়সে মৃত্যু ‘ভারতরত্ন’ লতার। ফাইল চিত্র।

সংবাদ সংস্থা
মুম্বই শেষ আপডেট: ০৭ ফেব্রুয়ারি ২০২২ ১০:১৩
Share: Save:
শুধু মূল বিষয়গুলি
timer শেষ আপডেট: ০৬ ফেব্রুয়ারি ২০২২ ২০:০৩

রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্য লতা মঙ্গেশকরের, মুখাগ্নি করলেন ভাই হৃদয়নাথ

রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্য হল লতা মঙ্গেশকরের। প্রধানমন্ত্রী ফুল দিয়ে শ্রদ্ধা জানান। মরদেহে শ্রদ্ধাজ্ঞাপন হয় রাষ্ট্রপতির তরফেও। লতা মঙ্গেশকরের ভাই হৃদয়নাথ মরদেহের মুখাগ্নি করেন। রবিবার ৯২ বছরে বয়সে প্রয়াত হন সুরসাম্রাজ্ঞী লতা মঙ্গেশকর।

timer শেষ আপডেট: ০৬ ফেব্রুয়ারি ২০২২ ১৮:৫৬

একে একে ফুল দিয়ে শ্রদ্ধা সচিন, শাহরুখদের

ফুল দিয়ে লতা মঙ্গেশকরের মরদেহে শেষ শ্রদ্ধা জানালেন সচিন, শাহরুখেরা। উপস্থিত বিশিষ্টজনেরা।

Advertisement
timer শেষ আপডেট: ০৬ ফেব্রুয়ারি ২০২২ ১৮:৩৯ key status

একে একে ফুল দিয়ে শ্রদ্ধা জাভেদ আখতার, রাজ ঠাকরে প্রমুখের

লতার মরদেহে একে একে ফুল দিয়ে শ্রদ্ধা জাভেদ আখতার, রাজ ঠাকরে প্রমুখের। শ্রদ্ধা প্রধানমন্ত্রীর।

timer শেষ আপডেট: ০৬ ফেব্রুয়ারি ২০২২ ১৮:৩৩ key status

লতা মঙ্গেশকরের দেহে পুষ্পার্ঘ দিয়ে শ্রদ্ধা প্রধানমন্ত্রী মোদীর

লতা মঙ্গেশকরের মরদেহে মালা দিয়ে শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। উপস্থিত বিভিন্ন ক্ষেত্রের বিশিষ্টরা। আরব সাগরের তীরে আজ শোকের হাওয়া। শোকার্ত সারা দেশ। 

timer শেষ আপডেট: ০৬ ফেব্রুয়ারি ২০২২ ১৮:২১ key status

লতার মরদেহ শায়িত শিবাজি পার্কে, বিমানবন্দরে পৌঁছলেন প্রধানমন্ত্রী

লতা মঙ্গেশকরকে শেষ শ্রদ্ধা জানাতে মুম্বই পৌঁছলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিমানবন্দরে তাঁকে স্বাগত জানাতে উপস্থিত মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরের পুত্র ও মহারাষ্ট্রের অন্যান্য মন্ত্রী। বিমানবন্দর থেকে শিবাজি পার্কের দিকে যাচ্ছে প্রধানমন্ত্রীর কনভয়।

timer শেষ আপডেট: ০৬ ফেব্রুয়ারি ২০২২ ১৮:১৭ key status

লতাকে শেষ শ্রদ্ধা জানাতে শিবাজি পার্কে সচিন তেণ্ডুলকর

লতাকে তিনি ‘মা’ বলে সম্বোধন করতেন। লতার গানের কোটি কোটি ভক্তের মধ্যে অন্যতম অনুরাগী সচিন তেণ্ডুলকর। গায়িকারও যথেষ্ট কাছের ছিলেন তিনি। মরদেহে শেষ শ্রদ্ধা জানাতে শিবাজি পার্কে উপস্থিত সচিন। এছাড়া পৌঁছে গিয়েছেন এনসিপি নেতা শরদ পাওয়ার। এমএনএস প্রধান রাজ ঠাকরে প্রমুখ। 

Advertisement
timer শেষ আপডেট: ০৬ ফেব্রুয়ারি ২০২২ ১৮:১২ key status

লতা মঙ্গেশকরকে শেষ শ্রদ্ধা জানাতে শিবাজি পার্কে শাহরুখ খান

লতা মঙ্গেশকরকে শেষ শ্রদ্ধা জানাতে শিবাজি পার্কে উপস্থিত হলেন শাহরুখ খান। 

শিবাজি পার্কে শাহরুখ।

শিবাজি পার্কে শাহরুখ। ছবি: ইনস্টাগ্রাম

timer শেষ আপডেট: ০৬ ফেব্রুয়ারি ২০২২ ১৭:৫৬

শিল্পীর মরদেহ পৌঁছল শিবাজি পার্কে, উপস্থিত পরিবারের সদস্যরা

শিবাজি পার্কে পৌঁছে গেল শিল্পীর মরদেহ। উপস্থিত রয়েছেন লতা মঙ্গেশকরের পরিবারের সদস্যরা। একে একে আসতে শুরু করেছেন বিশিষ্টরা। আসছেন প্রধানমন্ত্রীও। 

timer শেষ আপডেট: ০৬ ফেব্রুয়ারি ২০২২ ১৭:৫২

লতার মৃত্যুতে দু’দিনের শোকজ্ঞাপনের ঘোষণা কর্ণাটক সরকারের

লতা মঙ্গেশকরের মৃত্যুতে দু’দিনের শোকজ্ঞাপনের ঘোষণা  কর্ণাটকের। মুখ্যমন্ত্রী বাসবরাজা বোম্মাই জানান, আগামী দু’দিন অর্ধনমিত থাকবে জাতীয় পতাকা। বন্ধ থাকবে সব রকম সরকারি অনুষ্ঠান। 

timer শেষ আপডেট: ০৬ ফেব্রুয়ারি ২০২২ ১৭:৩৮

শিবাজি পার্কে বাজছে একের পর এক লতার গান, সাড়ে ছ‘টা নাগাদ শেষকৃত্য

শেষকৃত্যানুষ্ঠান সম্পন্ন হবে সন্ধে সাড়ে ছ’টা নাগাদ। তার আগে শিবাজি পার্কে বাজছে একের পর এক লতার গান। শোকের আবহ শহরজুড়ে। 

timer শেষ আপডেট: ০৬ ফেব্রুয়ারি ২০২২ ১৬:৪৬

শেষযাত্রায় লতা, জাতীয় পতাকায় ঢাকা হল শিল্পীর মরদহে

প্রয়াত শিল্পীর বাড়িতে উপচে পড়ছে ভক্তদের ভিড়। শিল্পীকে শেষ শ্রদ্ধা জানাতে উপস্থিত হয়েছেন বিশিষ্টরা। শেষযাত্রায় লতা মঙ্গেশকর। প্রয়াত শিল্পীর দেহ ঢাকা হল তেরঙ্গা পতাকায়। হাতজোড় করে প্রণাম করে বিদায় বোন আশা ভোঁসলের। 

timer শেষ আপডেট: ০৬ ফেব্রুয়ারি ২০২২ ১৬:১৮

লুধিয়ানার সভায় লতাকে শ্রদ্ধার্ঘ জানালেন রাহুল গান্ধী

প্রয়াত শিল্পীর ছবিতে মাল্যদান ও ফুল দিয়ে লতাকে শ্রদ্ধার্ঘ কংগ্রেস নেতা রাহুল গান্ধীর। লুধিয়ানার সভা থেকে লতাকে প্রণাম রাহুলের। 

timer শেষ আপডেট: ০৬ ফেব্রুয়ারি ২০২২ ১৫:৫৪

লতার সঙ্গে রাহুল দেব বর্মন ও রাজেশ খান্নার ছবি পোস্ট করে দুঃখপ্রকাশ টুইঙ্কলের

নেট মাধ্যমে আবেগতাড়িত টুইঙ্কল খান্না। রাজেশ-কন্যা বাবার সঙ্গে লতা মঙ্গেশকর ও রাহুল দেব বর্মনের ছবি দিয়ে লেখেন, ‘‘ওঁনার (লতা) সুরের মূর্ছনা চিরদিন থেকে যাবে আমাদের হৃদয়ে।’’

timer শেষ আপডেট: ০৬ ফেব্রুয়ারি ২০২২ ১৫:৪৯

লতা মঙ্গেশকরের মৃত্য়ুতে সোমবার ছুটি ঘোষণা করল মহারাষ্ট্র সরকার

লতা মঙ্গেশকরের মৃত্যুতে শোকস্তব্ধ দেশ। সোমবার রাজ্যে সরকারি ছুটি ঘোষণা করল মহারাষ্ট্র সরকার। রবিবার সন্ধে ৬টা নাগাদ শিবাজি পার্কে শেষকৃত্য সম্পন্ন হবে লতার।

timer শেষ আপডেট: ০৬ ফেব্রুয়ারি ২০২২ ১৫:১২

শিবাজি পার্কে শেষকৃত্যের প্রস্তুতি চলছে

শিবাজি পার্কে লতা মঙ্গেশকরের শেষকৃত্যের প্রস্তুতি চলছে। বিকালেই এখানে শিল্পীকে শেষ শ্রদ্ধা জানাতে আসবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। থাকবেন অন্যান্য বিশিষ্ট।

timer শেষ আপডেট: ০৬ ফেব্রুয়ারি ২০২২ ১৪:২১ key status

লতা মঙ্গেশকরের শেষকৃত্যে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী

‘সুর সাম্রাজ্ঞী’ লতা মঙ্গেশকরের মৃত্যুতে শোকে মুহ্যমান দেশবাসী। ‘ভারতরত্ন’ শিল্পীর প্রয়াণে অর্ধনমিত করা হয়েছে জাতীয় পতাকা। শিল্পীর বাড়ি ‘প্রভূকুঞ্জ’-এ যান অমিতাভ বচ্চন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement
Advertisement

Share this article

CLOSE