বুকের উপর কাঁটাতার। তা হোক। তবু মনের উপর আগল দেয় কে! বছরের পর বছর এ পার বাংলা আর ও পার বাংলার সাংস্কৃতিক আদানপ্রদান চলছেই। এই যৌথ উদ্যোগে গড়ে ওঠে নানা আঙ্গিকের শিল্প। আসলে ভাষার যোগে যে নাড়ির টান! বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকেই ভারতের সঙ্গে যৌথ ভাবে নির্মিত হয়েছে বাংলা চলচ্চিত্র। কখনও সেই সব ছবির ভিত্তি অদ্বৈত মল্লবর্মণ বা মানিক বন্দ্যোপাধ্যায়, সুনীল গঙ্গোপাধ্যায়ের উপন্যাস। আবার কখনও অন্য ভাষার ছবির রিমেক। কখনও সেই সব ছবি জিতেছে আন্তর্জাতিক পুরস্কার। কখনও দর্শক ভরিয়ে দিয়েছেন ভালবাসায়। কখনও বা বক্স অফিসে সফল যৌথ নির্মাণের ছবি।
তিতাস একটি নদীর নাম: ও পার বাংলার ঔপন্যাসিক ও সাংবাদিক অদ্বৈত মল্লবর্মণ রচিত উপন্যাস ‘তিতাস একটি নদীর নাম’ অবলম্বনে নির্মিত হয় এই ছবি। মুক্তি পায় ১৯৭৩ সালের ২৭ জুলাই। এ ছবির প্রযোজক এনএম চৌধুরী বাচ্চু, হাবিবুর রহমান খান এবং ফয়েজ় আহমেদ। চিত্রনাট্য ও পরিচালনায় ঋত্বিক ঘটক। অভিনয় করেছিলেন প্রবীর মিত্র, রোজ়ি সামাদ, কবরী ও গোলাম মুস্তাফা।