‘বস ২’তে জিত্ ও শুভশ্রীর কেমিস্ট্রি। ছবি: ইউটিউবের সৌজন্যে।
কঠিন পরিশ্রম ছিল। তার সঙ্গে জড়িয়েছিল বিতর্কও। অবশেষে মুক্তি পেল বাবা যাদব পরিচালিত ‘বস ২’। লড়াইয়ের ময়দানে রয়েছে রাজ চক্রবর্তী পরিচালিত ‘চ্যাম্প’ এবং কবীর খান পরিচালিত ‘টিউবলাইট’। কিন্তু কেন দেখবেন ‘বস ২’? জেনে নিন মূল পাঁচ কারণ।
অ্যাকশন হিরো
ইন্ডাস্ট্রি সূত্রে খবর, ‘বস ২’ তে এমন কিছু অ্যাকশন রয়েছে যা দেখলে চমকে যাবেন দর্শক। জিতকে তো অ্যাকশন হিরো হিসেবে দেখার সুযোগ মিলবেই। সঙ্গে থাকবে নায়িকা শুভশ্রীর অ্যাকশনও।
জিত্-শুভশ্রীর কেমিস্ট্রি
দর্শকদের পছন্দের জুটি জিত্ ও শুভশ্রী। তাঁদের অনস্ক্রিন সম্পর্কে সব সময়ই মুগ্ধ হন দর্শক। ‘বস ২’তেও মিলবে সেই স্বাদ। যাঁরা ‘বস’ দেখেছেন তাঁদের আশা থাকবে আরও বেশি কিছু।
আরও পড়ুন, দেব নাকি জিত্, ইদের বক্স অফিস যুদ্ধে কাকে এগিয়ে রাখল গুগল?
নুসরতের জাদু
ভারত-বাংলাদেশ যৌথ প্রযোজনার এই ছবিতে আলাদা করে নজর থাকবে বাংলাদেশের নায়িকা নুসরত ফারিয়ার দিকে। এর আগেও টলিউডের কয়েকটি ছবিতে কাজ করেছেন নুসরত। তবে ‘বস ২’তে নাকি তাঁর পারফরম্যান্স সব কিছুকে ছাপিয়ে গিয়েছে।
বিতর্ক
‘বস ২’-এর একটি গান ‘আল্লা মেহেরবান’কে নিয়ে বিতর্কের সূত্রপাত হয়। ছবির ট্রেলারে ওই গানে পারফর্ম করতে দেখা যায় নুসরতকে। কিন্তু বাংলাদেশের একটি বড় অংশের দর্শক আপত্তি তোলেন, যে গানে ‘আল্লা’ শব্দ রয়েছে সেখানে ছোট পোশাক পরে নাচা উচিত হয়নি নুসরতের। আপনারও কি তাই মনে হয়? ছবিটা দেখলেই তার উত্তর মিলবে।
‘বস ২’তে জিত্ ও নুসরত ফারিয়া। ছবি: ইউটিউবের সৌজন্যে।
গান আনলিমিটেড
‘বস ২’ সঙ্গীত পরিচালনার দায়িত্বে ছিলেন জিত্ গঙ্গোপাধ্যায়। মুক্তির আগে থেকেই জনপ্রিয় এই ছবির গান। অন্তত গুগল ট্রেন্ড সে ইঙ্গিতই দিয়েছিল। ছবিটা দেখতে দেখতেই শুনে নিন গানগুলোও।
আরও পড়ুন, এই পাঁচটি কারণে ‘চ্যাম্প’ আপনাকে দেখতেই হবে
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy