আবারও বিতর্কে নাম জড়াল গায়ক অভিজিৎ ভট্টাচার্যের৷
এখন আর আগের মতো নিয়মিত ছবিতে প্লে ব্যাক করেন না তিনি। তবে প্রায় নিয়মিতই বিতর্কে নাম জড়াচ্ছে তাঁর। এক মহিলা সাংবাদিককে অশালীন মন্তব্যের জেরে আবারও বিতর্কে নাম জড়াল গায়ক অভিজিৎ ভট্টাচার্যের৷ সম্প্রতি টুইটারে অভিজিৎ এক সাংবাদিকের উদ্দেশে অশালীন মন্তব্য করেন৷ আর সেই অভিযোগেই তাঁর বিরুদ্ধে এফআইআর দায়ের করেন ‘আম আদমি পার্টি’-র নেত্রী প্রীতি শর্মা৷ কেন হঠাত্ এমন মন্তব্য করলেন তিনি? বেশ কিছুদিন আগে চেন্নাইয়ের একটি বেসরকারি সংস্থার এক মহিলা কর্মী খুন হন৷ জানা যায়, তাঁর এক প্রতিবেশীই তাঁকে খুন করেছেন৷ এই ঘটনাকে অভিজিৎ নিজের টুইটার হ্যান্ডেলে ‘লাভ জেহাদ’ বলে ব্যাখ্যা করেন। তাঁর এই অসংবেদনশীল মন্তব্যের প্রতিবাদ করেন দিল্লির এক মহিলা সাংবাদিক। মহিলার প্রতিবাদের জবাব দিতে গিয়ে আরও বেশ কয়েক ধাপ এগিয়ে ওই মহিলা সাংবাদিকের উদ্দেশ্যে অত্যন্ত আপত্তিকর কিছু মন্তব্য করেন শিল্পী৷
টুইটারে অভিজিতের সেই বিতর্কিত মন্তব্য।
অভিজিতের বিরুদ্ধে পুলিশের কাছে লিখিতভাবে অভিযোগ করে ‘আপ’ নেত্রী জানান, সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে মহিলার বিরুদ্ধে কুরুচিকর মন্তব্য করা এবং ভদ্রতা লঙ্ঘন করার জন্য গায়কের বিরুদ্ধে এফআইআর করা হয়েছে। পুলিশ সূত্রে খবর, মূলত সাইবার অপরাধ দমন শাখায় গায়কের বিরুদ্ধে মামলা করা হয়েছে তাঁর বিরুদ্ধে৷ ভারতীয় দণ্ডবিধির ৫০০, ৫০৯ ও ৬৭ ধারায় মামলা রুজু করা হয়েছে অভিজিতের বিরুদ্ধে।
আরও পড়ুন...
বড়পর্দায় কপিল দেবের চরিত্রে ইনি!
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy