শর্ট ফিল্ম বানিয়ে সবাইকে তাক লাগিয়ে দিয়েছিলেন বলিউড পরিচালক শিরিষ কুন্দর। তাঁর পরিচালিত ‘কৃতি’ বেশ প্রশংসা কুড়োচ্ছিল সব মহল থেকেই। কিন্তু এই প্রশংসা বেশিদিন টিকল না শিরিষের কপালে। তাঁর এই ছবির বিষয়বস্তু নাকি ‘টোকা’ হয়েছে অন্য একটি ছবি থেকে। এমনটাই অভিযোগ জানালেন আর এক পরিচালক অনিল নিউপেন৷ তাঁর দাবি, তাঁর পরিচালিত শর্ট ফিল্ম ‘বব’ থেকে ‘টোকা’ হয়েছে ‘কৃতি’। ‘কৃতি’র ডায়লগও নাকি টোকা হয়েছে ‘বব’ থেকেই।
বিষয়টি নজরে আসে মঙ্গলবার রাতে, যখন ‘কৃতি’ দেখার জন্য ইউটিউবে ক্লিক করতেই দেখা যায় ভিডিওটি তুলে নেওয়া হয়েছে৷ ভিডিওটির পরিবর্তে স্ক্রিনে লেখা রয়েছে, ‘এই ভিডিওটি আর পাওয়া যাবে না অনিল নিউপেনের কপিরাইট দাবির জন্য৷’ এই ঘটনায় ক্ষোভে ফেটে পড়েন শিরিষ কুন্দর। প্রতিবাদে তিনি টুইট করে বলেন, যাঁরা সত্যিটাকে জানতে চান প্রকৃত তথ্যের মধ্যেই তা খুঁজে নেবেন৷
ইউটিউব থেকে ‘কৃতি’ সরিয়ে নেওয়ার ঘটনায় সবাইকে পাশে দাঁড়ানোর জন্য ধন্যবাদ জানিয়ে পাল্টা টুইট করেন অনিলও৷
আরও পড়ুন...
ইউটিউবেই মুক্তি পেল ‘কৃতি’, দর্শক পেরোল ৯ লাখ
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy