Advertisement
০৫ জানুয়ারি ২০২৫
Allu Arjun

ভিড়ের জন্য পদপিষ্ট হন, অযথাই মহিলার মৃত্যুতে অল্লুকে টানা হচ্ছে: বনি কপূর

সন্ধ্যা প্রেক্ষাগৃহের প্রসঙ্গে কথা বলেন বনি কপূর। তাঁর মতে, পদপিষ্ট হওয়ার ঘটনায় টিকিটের দাম একটা বড় ভূমিকা পালন করে।

Filmmaker Boney Kapoor supports Allu Arjun and claims that people are dragging him unnecessaril

অল্লুকে সমর্থন বনির। ছবি: সংগৃহীত।

আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ০২ জানুয়ারি ২০২৫ ১৮:০১
Share: Save:

অল্লু অর্জুনের সমর্থনে মুখ খুললেন বনি কপূর। ডিসেম্বরে মুক্তি পেয়েছে অল্লুর ছবি ‘পুষ্পা ২: দ্য রুল’। মুক্তির আগে থেকেই ছবি নিয়ে দর্শকের মধ্যে তৈরি হয়েছিল আগ্রহ। গত ৪ ডিসেম্বর হায়দরাবাদের সন্ধ্যা প্রেক্ষাগৃহে এই ছবির বিশেষ প্রদর্শনে পদপিষ্ট হয়ে মৃত্যু হয় এক মহিলার। তাঁর আট বছরের ছেলেও গুরুতর জখম হয়। এই ঘটনায় সরাসরি গাফিলতির অভিযোগ ওঠে অল্লুর বিরুদ্ধে। ১৩ ডিসেম্বর অল্লুকে নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে গ্রেফতারও করা হয়েছিল। তবে পর দিনই অন্তর্বর্তী জামিন পেয়ে যান দক্ষিণী অভিনেতা।

এক সাক্ষাৎকারে এই প্রসঙ্গে কথা বলেন পরিচালক বনি কপূর। তাঁর কথায়, “একবার দেখেছিলাম রাত ১টায় অজিতের ছবি মুক্তি পাচ্ছে। ২০ থেকে ২৫ হাজার মানুষ এসেছিলেন। ছবি দেখে বেরিয়েছিলাম ভোর ৪টেয়। তখনও তাঁরা ছিলেন। আমি শুনেছি, রজনীকান্ত, চিরঞ্জীবী অথবা আজকের তারকা যেমন জুনিয়র এনটিআর, রামচরণ ও মহেশবাবুর ছবি নিয়েও একই উন্মাদনা রয়েছে।”

এর পরেই সন্ধ্যা প্রেক্ষাগৃহের প্রসঙ্গ তুলে আনেন তিনি। বনির মতে, পদপিষ্ট হওয়ার ঘটনার ক্ষেত্রে টিকিটের দাম একটা বড় ভূমিকা পালন করে। সেই জন্যই অল্লু অর্জুনকে অযথা দোষারোপ করা হচ্ছে বলে মনে করেন তিনি। তাঁর কথায়, “অযথাই অল্লু অর্জুনকে টেনে আনা হচ্ছে ও দোষারোপ করা হচ্ছে এক অনুরাগীর মৃত্যুর জন্য। এই ঘটনা সম্পূর্ণ ভাবে ভিড়ের জন্যই হয়েছে।”

গ্রেফতার হয়ে এক রাত সংশোধনাগারে ছিলেন অল্লু। জামিন পেয়ে বেরিয়ে এসে তিনি বলেছিলেন, “আমি ভাল আছি। চিন্তার কোনও কারণ নেই। সকলকে অনেক ধন্যবাদ। আমি একজন নাগরিক, আইন মেনে চলি। আইনকে সম্মান করি। আইনি প্রক্রিয়ায় আমি সহযোগিতা করব। তার জন্য যা করতে হবে, করব।’’

অন্য বিষয়গুলি:

Allu Arjun Boney Kapoor
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy