Advertisement
২১ জানুয়ারি ২০২৫
Sweta-Rubel

বিয়ের আগেই ‘জামাইষষ্ঠী’! শ্বেতা-রুবেলের চার হাত এক হবে কবে? জল্পনা অনুরাগী মহলে

রুবেল-শ্বেতার জামাইষষ্ঠীর ছবি প্রকাশ্যে। অনুরাগীদের কৌতূহল, চর্চিত জুটি তা হলে বিয়ে করছেন কবে?

Fans are curious about Tollywood couple Sweta Bhattacharya and Rubel das’s marriage after seeing their Jamai Sasthi photos

শ্বেতা-রুবেল। ছবি: সংগৃহীত।

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
শেষ আপডেট: ২৫ জুন ২০২৪ ১৮:৫৫
Share: Save:

তাঁরা টলিপাড়ার চর্চিত জুটি। শ্বেতা ভট্টাচার্য ও রুবেল দাসের প্রতিটি পদক্ষেপে নজর থাকে অনুরাগীদের। বুধবার সমাজমাধ্যমে কিছু ছবি পোস্ট করেছেন রুবেল। তার পরেই চর্চিত যুগলের বিয়ে নিয়ে অনুরাগীদের চর্চা শুরু হয়েছে।

বুধবার ইনস্টাগ্রামে একগুচ্ছ ছবি পোস্ট করেছেন রুবেল। সেখানে একটি ছবিতে দেখা যাচ্ছে, পাত পেড়ে খাওয়ার আয়োজন। থালাভর্তি ভাতের সঙ্গেই সাজানো রয়েছে রকমারি পদ। ফল ও মিষ্টিও শোভা পাচ্ছে পাশে। অন্য ছবিগুলিতে শ্বেতা-রুবেলকে একসঙ্গে দেখা যাচ্ছে। ছবির ক্যাপশনে অভিনেতা লিখেছেন, ‘‘বিয়ের আগে জামাইষষ্ঠী খাওয়ার মজাই আলাদা। শাশুড়ি মা, আপনাকে ধন্যবাদ। আর শ্বেতা, তোমাকে ভালবাসা।’’

এই ছবি দেখার পরেই নড়েচড়ে বসেছেন জুটির অনুরাগীরা। ছবির নীচে নানা মন্তব্য উঁকি দিয়েছে। কেউ লিখেছেন, ‘‘রুবেলদা, এ বার তুমি বিয়েটা করেই ফেলো।’’ কারও কথায়, ‘‘তোমরা খুব ভাল থাকো।’’ শ্বেতা-রুবেল এখনও বিয়ে করেননি। তার আগেই জামাইষষ্ঠীর নেপথ্যে কোন রহস্য? আনন্দবাজার অনলাইনের তরফে অভিনেতার সঙ্গে যোগাযোগ করা হলে রুবেল বললেন, ‘‘হবু জামাই তো! তাই তিনি আদর করে খাইয়েছেন। তার বেশি কিছু নয়।’’

রুবেল জানালেন, জামাইষষ্ঠীর দিনেই তাঁর জন্য যাবতীয় আয়োজন করেছিলেন শ্বেতার মা। জামাইষষ্ঠীর খাওয়াদাওয়া হল। তা হলে বিয়ে নিয়ে এই মুহূর্তে কি দুই পরিবারের তরফে কথাবার্তা এগোচ্ছে? রুবেল বললেন, ‘‘এখনই এই বিষয়ে কোনও মন্তব্য করতে চাইছি না।’’

এই মুহূর্তে রুবেল ‘নিম ফুলের মধু’ ধারাবাহিকের শুটিংয়ে ব্যস্ত। অন্য দিকে, শ্বেতাকে দর্শক ‘কোন গোপনে মন ভেসেছে’ ধারাবাহিকে দেখছেন।

অন্য বিষয়গুলি:

Sweta Bhattacharya Rubel Das Tollywood Actors Tollywood Couple
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy