‘হেরা ফেরি’ সিরিজ়ের তৃতীয় ছবির জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন দর্শক। সম্প্রতি পরিচালক প্রিয়দর্শন জানিয়েছিলেন, আগামী বছর তিনি এই ছবির চিত্রনাট্যের কাজে হাত দেবেন। কিন্তু বলিউডের অন্দরে অন্য খবর শোনা যাচ্ছে। সূত্রের খবর, বুধবার থেকে মুম্বইয়ে বহু প্রতীক্ষিত এই ছবির শুটিং শুরু হয়েছে।
বৃহস্পতিবার সকালে মুম্বইয়ে ‘কেশরি ২’ ছবিটির ঝলক মুক্তি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অক্ষয় কুমার। তার পরেই ‘হেরা ফেরি ৩’ ছবির খবর ছড়িয়ে পড়ে। শোনা যাচ্ছে, বুধবার অক্ষয়ের সঙ্গেই শুটিংয়ের প্রথম দিন ফ্লোরে উপস্থিত ছিলেন আরও দুই তারকা সুনীল শেট্টি এবং পরেশ রাওয়াল। অর্থাৎ, অবশেষে আরও এক বার বড় পর্দায় রাজু, শ্যাম এবং বাবু— তিন বৈগ্রহিক চরিত্র ফিরতে চলেছে।
আরও পড়ুন:
সম্প্রতি এই সিক্যুয়েল প্রসঙ্গে প্রিয়দর্শন সংবাদমাধ্যমে বলেছিলেন, ‘‘তৃতীয় পর্বের কাজ খুবই চ্যালেঞ্জিং হতে চলেছে, কারণ দর্শকের প্রত্যাশা অনেকটাই। চরিত্রেরাও সময়ের সঙ্গে সঙ্গে বদলে যাবে। এমন ভাবে তৈরি করতে হবে তা যেন দর্শকের কাছে বিশ্বাসযোগ্য হয়ে ওঠে।’’ তবে তিনি যে এই চ্যালেঞ্জ গ্রহণ করেছেন, সে কথাও স্পষ্ট করেছিলেন পরিচালক।
২০০০ সালে মুক্তি পাওয়া ‘হেরা ফেরি’ ফ্র্যাঞ্চাইজ়ির প্রথম ছবির সাফল্যের পর দর্শকের মনে জায়গা করে নিয়েছিল অক্ষয় কুমার-সুনীল শেট্টি-পরেশ রাওয়াল ত্রয়ী। ২০০৬ সালে ‘ফির হেরা ফেরি’ ছবিতে প্রত্যাবর্তন ত্রয়ীর। তার পর প্রায় ২০ বছর সম্পূর্ণ হতে চলেছে। গত কয়েক বছর ধরেই বিভিন্ন সময়ে এই ছবিকে ঘিরে নানা জল্পনা প্রকাশ্যে এসেছে। তবে অবশেষে ছবির শুটিংয়ের খবর পেয়ে আপ্লুত অনুরাগীরা।