মুখোমুখি আড্ডায় সুমন-অপর্ণা। নিজস্ব ছবি।
লাইভ বিষয়টাতে কেউ স্বাচ্ছন্দ্য নন। এই প্রথম লাইভে এলেন তাঁরা।
আনন্দবাজার ডিজিটালের জন্য আগামী ছবি ‘বসু পরিবার’-এর ডাবিংয়ের মাঝে মুখোমুখি পরিচালক সুমন ঘোষ আর অভিনেত্রী অপর্ণা সেন।
পরিবার নিয়ে গল্প বললে কি দর্শকদের হলে নিয়ে যেতে সুবিধে হয়? পরিচালক বললেন, ‘‘আসলে ও ভাবে তো ছবিটা তৈরি করিনি। আর এ ছবির বিশেষ কোনও ট্যাগিং আমি চাই না। মানে বিষয়টা এ রকম নয় যে পরিবারের গল্প চলবে তাই এই ছবি তৈরি করলাম।’’
এ বার পরিচালক সুমনের ‘বসু পরিবার’ ছবিতে কত্তা-গিন্নি সাজছেন সৌমিত্র চট্টোপাধ্যায় ও অপর্ণা সেন। তাঁদের মেয়ের ভূমিকায় দেখা যাবে ঋতুপর্ণা সেনগুপ্তকে। আর ছেলের চরিত্রে যিশু সেনগুপ্ত। ২০১৭ সালে এই ছবির শুটিং শেষ হয়েছিল | আগামী ৫ এপ্রিল মুক্তি পাচ্ছে ছবি।
এই ছবিতে সৌমিত্র চট্টোপাধ্যায়, অপর্ণা সেন, ঋতুপর্ণা সেনগুপ্ত, যিশু সেনগুপ্ত ছাড়াও রয়েছেন সুদীপ্তা চক্রবর্তী, পরাণ বন্দ্যোপাধ্যায়, লিলি চক্রবর্তীর মতো শিল্পীরা।
‘‘শাশ্বত বলতো এই ছবি আসলে বাংলা ছবির ইতিহাসকে ধরে রেখেছে। সৌমিত্র চট্টোপাধ্যায় থেকে যিশু সেনগুপ্ত, আবার লিলি চক্রবর্তী থেকে এক্কেবারে নতুন শ্রীনন্দা শংকর।’’ যোগ করলেন পরিচালক।
‘‘আসলে শুটের সময় মনে হত সত্যি একটা পরিবার। আমরা বেশির ভাগ শাশ্বতর ঘরেই আড্ডা দিতাম। আসলে ছবিটা করতে করতে আমি খেয়াল করেছি কাজটা সবাই খুব উপভোগ করত। তাই এটা বলাই যায় যে ছবিটা দর্শকের ভাল লাগবে,’’ সপ্রতিভ অপর্ণা সেন।
আরও পড়ুন: ‘রাজচন্দ্র’কে মিস করবেন ‘রানি’, ক্ষমাও চাইলেন দিতিপ্রিয়া
বিনোদনের জগতের নানা খবর পেতে এবং পুরস্কার জিততে চোখ রাখুন বিনোদন কুইজে
ছবি তৈরির গোড়ায় কিন্তু অপর্ণা সেনের অভিনয় করা নিয়ে একটু চিন্তিতই ছিলেন সুমন। আড্ডায় উঠে এল সেই কথা, ‘‘আমি বলেছিলাম আপনি স্ক্রিপ্টটা শুনুন। পছন্দ হলে করবেন। নয়তো ছবিটা হবে না। বেশ ভয়ে ভয়ে ছিলাম।’’
‘‘এইটাই মুশকিল! কেউ এসে বলছেন, আপনি না করলে ছবিটাই হবে না। ছবি হবে না শুনতে খারাপ লাগে না?’’ অপর্ণা যোগ দিলেন।
‘‘আমি তো বেশ ভয়ে ভয়ে ছিলাম।’’
‘‘এটা কিন্তু আমার ছোটবেলার অভ্যেস। আগেও লিড রোল পেয়েছি। বিপরীতে উত্তমকুমার। তা-ও গল্প পছন্দ হয়নি, ছবি করিনি। তবে সুমনের চিত্রনাট্য পছন্দ হয়েছিল। রাজি হই। আর হ্যাঁ, এখন আর মোটেও ভয় পায় না আমায়। মিয়ামি থেকে ফোন করে বলে, কলকাতা আসছি, তোমার সঙ্গে একদিন আড্ডা মারবো।’’ হেসে উঠলেন অপর্ণা। বসন্তের চিরকালীন সুর তাঁর কণ্ঠে।
আরও পড়ুন: ড্রাইভারকে ৫০ লক্ষ টাকার চেক কেন দিলেন আলিয়া?
অভিনয় করতে কি ইচ্ছে করে না?
‘‘আমি পরিচালনাই পছন্দ করি।’’ পরিষ্কার জবাব অপর্ণার। মে মাসে মুক্তি পাচ্ছে তাঁর আগামী ছবি ‘ঘরে বাইরে আজ’।
বাংলা ছবির কি কোনও নির্দিষ্ট বিজনেস মডেল আছে?
‘‘এখন তো নানা রকম ছবি হচ্ছে। প্রযোজনা সংস্থাও চেষ্টা করছে বিষয়ে বৈচিত্র আনার,’’ বললেন অপর্ণা।
‘‘তবে মোটা দাগের ছবিও তো তৈরি হচ্ছে। অর্থনীতির ভাষায় ‘মার্কেট’ শব্দে টালিগঞ্জ সম্পূর্ণ সফল নয় কিন্তু,’’ বাস্তবের ছবি তুলে ধরলেন অর্থনীতির অধ্যাপক সুমন।
প্রসঙ্গ বদলে আবার ‘বসু পরিবার’।
সমাপ্তি’র সেই সৌমিত্র চট্টোপাধ্যায়-অপর্ণা সেন জুটি ফিরছে৷ ‘পারমিতার একদিন’-এর মতোই একসঙ্গে অপর্ণা-ঋতুপর্ণাও৷ কিন্তু এই বিষয়টাকে এই ভাবে একেবারেই দেখতে চান না অপর্ণা বা সুমন।
গল্পের জায়গাটা কেমন?
বসু পরিবারের কর্তা, প্রাক্তন জমিদার, অবসরপ্রাপ্ত ব্যারিস্টার আর তাঁর গিন্নি ৫০ বছরের বিবাহবার্ষিকী সেলিব্রেট করে৷ ছেলেমেয়ে সকলে উপস্থিত হয় পুরনো জমিদারবাড়িতে, সেই সেলিব্রেশনে৷ রাত শুরু হয় উত্সব দিয়ে৷ কিন্তু এর পর গল্পে অদ্ভুত কিছু মোড় আসে।
‘‘মানুষ যখন উৎসবে সামিল হয় তখন নিজের সঙ্গে যেমন কিছু ভাল লাগা নিয়ে আসে তেমনই গোপনীয়তাও আসে নিঃশব্দে। সেই গোপনীয়তা কোথাও প্রকাশিত হয়। আর এখানেই ‘বসু পরিবার’-এর সার্থকতা।’’ চমৎকার শব্দ চয়নে সুমন ঘোষের ‘বসু পরিবার’-কে তুলে ধরলেন অপর্ণা সেন।
বসন্ত প্রভাতে অলক্ষ্যে রং লাগলো ‘বসু পরিবার’-এর গোপন ক্যানভাসে!
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy