শেখর
প্র: ‘নীরজা’তে আপনার অভিনয় সকলে পছন্দ করেছিলেন। নিজে কতটা উপভোগ করেছিলেন? এর পরে তো আপনাকে আর ক্যামেরার সামনে দেখা যায়নি।
উ: নিঃসন্দেহে ভাল অভিজ্ঞতা হয়েছিল। পরিচালক রাম মাধবনি ভাল বন্ধু। তাই জানতাম নিরাপদ জায়গায় এসেছি। আমার সহ-অভিনেত্রী সোনম কপূর সব সময়ে সেটে আমাকে খুব উৎসাহ দিতেন। জানতাম, ছোট কিন্তু গুরুত্বপূর্ণ চরিত্র। পাঁচ দিনের শুটিং ছিল। কিন্তু অভিনয় কি আমি সারা জীবন করতে চাই? সেটা কোনও দিন ভেবে দেখেনি। কারণ কম্পোজ়ার হিসেবে গত কয়েক বছরে অনেক ছবিতে কাজ করেছি, ব্যস্ত থেকেছি। অভিনয়ের সুযোগ অনেক এসেছিল। কিন্তু আমার সময় ছিল না।
প্র: আপনি আর বিশাল এই মুহূর্তে আলাদা আলাদা রিয়্যালিটি শো জাজ করছেন। শোয়ের দায়িত্ব নেওয়ার আগে একে অপরের সঙ্গে পরামর্শ করেন?
উ: করি। তবে আমরা একটা জিনিস দেখেছি, আমি আর বিশাল আলাদা আলাদা ভাবে শো জাজ করলে পারিশ্রমিক বেশি পাই, একসঙ্গে জাজ করলে প্যাকেজ হিসেবে ধরা হয়। তাই আলাদা শো করাটাই লাভের (হেসে)! আমি গুজরাতি, বিশাল সিন্ধি। আমাদের কম্বিনেশনটা কিন্তু ভয়ঙ্কর। আলাদা আলাদা শো জাজ করলেও আমাদের লক্ষ্য একটাই। এক জন অলরাউন্ডার গায়ককে তুলে ধরা। জাজ হিসেবে আমাদের মধ্যে সুস্থ প্রতিযোগিতা রয়েছে।
প্র: মিউজ়িক ইন্ডাস্ট্রিতে এমন কিছু আছে, যা আপনি পরিবর্তন করতে চান?
উ: আমার মতে এই মুহূর্তে মিউজ়িক ইন্ডাস্ট্রি ভাল সময়ের মধ্য দিয়ে যাচ্ছে। তাই অহেতুক কিছু পরিবর্তন করতে চাই না। শ্রোতারা অভিযোগ করেন যে, পুরনো গান অনেক ভাল। সেটা আমি মানি। আজকের সময়েও ভাল গান হচ্ছে। ইন্ডিপেন্ডেন্ট মিউজ়িকের প্রচার হচ্ছে। শিল্পী হিসেবে আমি চেষ্টা করি, প্রতি বছর নতুন কিছু করার। আমি যখন হনুমান চালিশা রেকর্ড করেছিলাম, সেটা খুব জনপ্রিয় হয়েছিল। এখনও অনেক জায়গায় সকালে আমার গাওয়া চালিশা শোনা হয়।
প্র: ‘মি টু’ আন্দোলনের সুবাদে সঙ্গীত জগতের অনেকের নাম সামনে এসেছে। এই আন্দোলন নিয়ে আপনার কী মত?
উ: এই আন্দোলন অনেক আগে শুরু হওয়া উচিত ছিল। আমি পুরোপুরি ভাবে এই আন্দোলন সমর্থন করি। অভিযুক্তদের বিরুদ্ধে তদন্ত চলুক। যদি কেউ দোষী সাব্যস্ত হয়, তা হলে তার কড়া শাস্তি হওয়া উচিত।
প্র: আপনার মেয়ে সঙ্গীতে আগ্রহী?
উ: এখন ওর ১৬ বছর বয়স। ওর পছন্দগুলো গত কয়েক বছরে অনেকটা বদলেছে। কখনও পিয়ানো, কখনও গিটার বাজানো শিখছে। আমি কখনও ওকে কিছুতে বাধা দিইনি। ও খুব ভাল শ্রোতা। আমার সমালোচকও।
প্র: সঙ্গীত ছাড়া আর কী আছে আপনার জীবনে?
উ: মিউজ়িক ছাড়া আমি কিছু জানি না। স্টুডিয়োয় গান বানাই, লাইভ শো করি... এই আমার জীবন। আমি এমনিতে খুব লাজুক প্রকৃতির। ভক্তদের ভালবাসা পেতে খুব ভাল লাগে। কিন্তু কাজের বাইরে আমার একটা জীবন আছে। আমি আর্ট কালেক্টরও। সময় পেলেই ঘুরতে চলে যাই। বেড়াতে যাওয়া আমার নেশার মতো। পরিবারের সঙ্গেও সময় কাটাই।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy