‘রাপ্পা রায়’ ছবিতে সৌম্য মুখোপাধ্যায়ের জায়গায় অর্পণ ঘোষাল। নিজস্ব ছবি।
বিনোদন দুনিয়ায় অভিনেতা বদল নতুন কিছু নয়। তা বলে নায়ক বদল? তা-ও আবার বছর শেষে! এমনই ঘটল বাংলা বিনোদন দুনিয়ায়। ৩ ডিসেম্বর ‘রাপ্পা রায় ও ফুলস্টপ ডট কম’ ছবির শুটিং শুরু করেছিলেন সৌম্য মুখোপাধ্যায়। তিনি ছবির গোয়েন্দা নায়ক ‘রাপ্পা রায়’। সুযোগ বন্দ্যোপাধ্যায়ের জনপ্রিয় কমিক গল্প ‘রাপ্পা রায় ও ফুলস্টপ ডট কম’-এর পাতা থেকে উঠে আসছেন। খবর, বেশ কয়েক দিন শুটিংয়ের পর তিনি আর ছবিতে নেই। তাঁর জায়গায় দেখা যাবে অর্পণ ঘোষালকে।
লুক সেট হয়ে শুটিং শুরুর পরেও কেন ‘রাপ্পা রায়’ থেকে বাদ পড়লেন সৌম্য? আনন্দবাজার অনলাইন প্রশ্ন রেখেছিল তাঁর কাছে। সৌম্য বলেছেন, “গত এক মাস ধরে দিনরাত এক করে ‘রাপ্পা’র শুটিং করেছি। তার পরেও কেন বাদ পড়লাম জানি না।” তিনি এ-ও জানিয়েছেন, রবিবার রাতেও তাঁকে প্রযোজন সংস্থার তরফ থেকে লিখিত ভাবে জানানো হয়, তিনি পুরোপুরি ‘চরিত্র’ হয়ে উঠেছেন। তার পরেই এই খবর জেনে আকাশ থেকে পড়েছেন সৌম্যও।
ছবি থেকে বাদ পড়ার প্রকৃত কারণ জানেন না সৌম্য। পরিচালক এবং ছবির অন্যতম প্রযোজক ধীমান বর্মন কেন তাঁকে বাদ দিলেন? কেনই বা সৌম্যর জায়গায় অর্পণ এলেন?
ধীমান সোজাসাপ্টা জবাব দিয়েছেন। তাঁর বক্তব্য, “রাপ্পার চরিত্রটি যথেষ্ট জটিল এবং কঠিন। যার জন্য একজন অভিনেতাকে শারীরিক, মানসিক এবং অভিনয়- সব দিক থেকে পারদর্শী হতে হবে। আমরাও তাই সৌম্যকে কমবেশি দুই মাস প্রস্তুতির জন্য সময় দিয়েছিলাম। কিন্তু যখন শুটিং শুরু হল, তখন স্পষ্ট হয়ে গেল যতটা প্রয়োজন ততটা নিজেকে প্রস্তুত করতে পারেননি অভিনেতা। প্রযোজনা সংস্থার যাবতীয় সহযোগিতার পরেও। যা দেখে আমরা হতাশ। তখনই তাঁকে সরিয়ে দেওয়ার মতো কঠিন সিদ্ধান্ত নিতে বাধ্য হই।”
অর্পণকে বেছে নেওয়ার কারণ হিসাবে তিনি বলেছেন, “রাপ্পার চরিত্রে অভিনেতা বাছার সময় একাধিক অভিনেতার পরীক্ষা নেওয়া হয়েছিল। তালিকায় অর্পণও ছিলেন এবং সৌম্যর পাশাপাশি তিনিও পছন্দ ছিলেন। তাই সৌম্যর জায়গায় তিনি এসেছেন।” ধীমানের আরও যুক্তি, যে হেতু অর্পণ পর্দার পাশাপাশি মঞ্চেও সাবলীল তাই প্রযোজনা সংস্থার মতে তাঁকে নিলে তিনি দ্রুত চরিত্র হয়ে উঠতে পারবেন।
পরিচালকের এই বক্তব্যের প্রেক্ষিতে সৌম্যও চুপ থাকেননি। তিনিও পাল্টা মতামত জানিয়েছেন। তাঁর কথায়, “যে কোনও কাজ অত্যন্ত মনোযোগ দিয়েই করি। রাপ্পাও ব্যতিক্রম নয়।” সৌম্য আরও জানিয়েছেন, তিনি অভিনয়ে নিজেকে উজাড় করে দেন বলেই আগের প্রত্যেকটি কাজ দর্শক প্রশংসিত। অভিনেতার দাবি, একা তিনি নন, তাঁর আগে ছবির পরিচালক, চিত্রগ্রাহক-সহ অনেকেই বদলে গিয়েছেন। তার পরেও তিনি পরিচালক ধীমানকে আন্তরিক শুভকামনা জানিয়েছেন।
আরও খবর, রবিবার সম্ভবত লুক সেট হয়েছে অর্পণের। সোমবার থেকে তিনি শুটিং শুরু করেছেন। বিস্তারিত জানতে যোগাযোগ করো হয়েছিল অর্পণের সঙ্গেও। তিনি অস্বীকার করেননি। শুটিং করছেন, এ-ও জানিয়েছেন। তবে কেন নায়ক বদলে গেল সে বিষয়ে কিছুই জানেন না। সৌম্যের ‘রাপ্পা রায়’ চরিত্রে আপনি। কোনও অস্বস্তি? অভিনেতার কথায়, “আমার অস্বস্তি অন্য বিষয়ে। চরিত্র নিয়ে ভাবার সময় পেলাম না। নিজের মতো করে তাকে বোঝার সুযোগও পাচ্ছি না। কারণ, কমিকটি পড়ার সুযোগ পাইনি।” তাই তিনি পুরোপুরি নির্ভর করেছেন পরিচালক জুটি ধীমান ও প্রান্তিক গায়েনের উপর। এবং ধীরে সুস্থে শুটিং হওয়ার কারণে তাঁর খুব একটা সমস্যা হচ্ছে না।
অর্পণের ঝুলিতে নানা ধরনের চরিত্র রয়েছে। ছোট পর্দায় তাঁর অভিনীত ‘ডোডোদা’ চরিত্রটি যথেষ্ট জনপ্রিয়। তাঁকে দেখা গিয়েছে ‘গভীর জলের মাছ’, ‘রাজা রানি রোমিও’, ‘বসন্ত এসে গেছে’ সিরিজ়ে । কেবল এখনও গোয়েন্দার ভূমিকায় অভিনয় করেননি। কেমন লাগছে? অর্পণের রসিকতা, “আমি যা ভাবি তার কিছুই হয় না। তাই আর ভাবি না।” জানিয়েছেন, বাঙালি মাত্রেই গোয়েন্দা হওয়ার শখ। কারণ, বাঙালি বড় হয় গোয়েন্দা গল্প পড়তে পড়তে। ফলে, তিনি গোয়েন্দা চরিত্রে অভিনয়ের সুযোগ পেয়ে খুশি।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy