প্রথমে ব্যাট হাতে ১৬ বলে ২৭ রান। এর পর ২৯ রানে ৩ উইকেট। মাঝে একটি ক্যাচ এবং সরাসরি থ্রোয়ে একটি রান আউটও রয়েছে। মঙ্গলবার দিল্লির বিরুদ্ধে কেকেআরের জয়ে তিন বিভাগেই অবদান রেখেছেন সুনীল নারাইন। ম্যাচের সেরাও হয়েছেন। তবে জয়ের কৃতিত্ব নিজে নিতে রাজি হলেন না নারাইন। তাঁর মতে, সতীর্থেরা পাশে না থাকলে জয় আসত না।
ম্যাচের পর নারাইন বলেন, “গোটা দলের প্রচেষ্টাতেই আমরা জিতেছি। মাঝের দিকের ওভারে অঙ্গকৃশ এবং রিঙ্কু ভাল খেলেছে। আমি নিজে যত বারই ব্যর্থ হই না কেন, ফিরে আসার চেষ্টা করি এবং দলকে সাহায্য করার চেষ্টা করি। আজও সেটাই করেছি। কিছু কিছু ম্যাচে শুরুটা ভাল হলেও পরের দিকে সমস্যায় পড়তে হয়। আবার কিছু ম্যাচে শুরুটা খারাপ হলেও শেষটা ভাল হয়। আজ দ্বিতীয়টাই হয়েছে।”
এ দিন ফাফ ডুপ্লেসি, অক্ষর পটেল এবং ট্রিস্টান স্টাবসকে ফিরিয়েছেন নারাইন। পরিস্থিতির বিচারে সব ক’টিই গুরুত্বপূর্ণ উইকেট। কোনটি সেরা ছিল? নারাইনের উত্তর, “সব ক’টা উইকেট পেয়েই ভাল লেগেছে। কারণ সব উইকেটই গুরুত্বপূর্ণ ছিল। আসলে যত বেশি উইকেট পাব, তত দলের ভাল। তাই সেরা উইকেট নিয়ে মাথা ঘামাই না।”
ব্যাটিং, বোলিং তবু ঠিক আছে। কিন্তু সরাসরি থ্রোয়ে নারাইন কাউকে রান আউট করছেন, এমনটা সচরাচর দেখা যায় না। সেটাই দেখা গিয়েছে দিল্লি ম্যাচে। শর্ট ফাইন লেগ থেকে সরাসরি থ্রোয়ে কেএল রাহুলকে ফিরিয়ে দেন। ম্যাচের মোড় ঘুরিয়ে দেয় ওই আউট। রিভিউয়ে তৃতীয় আম্পায়ার আউট ঘোষণার পর বাকিরা যখন উৎসব করছেন, তখনও ভাবলেশহীন ছিলেন নারাইন।
আরও পড়ুন:
ম্যাচের পর সেই রান আউটের প্রসঙ্গে বললেন, “আমি জানি যে খুব ভাল ফিল্ডার নই। কিন্তু রান আউট যে কোনও সময়ে করতে পারলেই খুব ভাল লাগে। আজকের রান আউটের পিছনে আলাদা কোনও রহস্য নেই। সব সময়ে চেষ্টা করি বলটা যত জোরে সম্ভব উইকেট লক্ষ্য করে ছুড়ে দিতে।”
কোনও ম্যাচে সব বিভাগেই ব্যর্থ হয়েছেন, এমনটা খুব কমই ঘটেছে নারাইনের জীবনে। ওয়েস্ট ইন্ডিজ়ের ক্রিকেটার এ ভাবেই খেলতে চান। বলেছেন, “দল চাপে থাকলে নিজের পারফরম্যান্সের সাহায্যে সব সময় অধিনায়ককে একটা বিকল্প দেওয়ার চেষ্টা করি। সে রকম ক্রিকেটার হতে গেলে কঠোর অনুশীলন করতে হবে। অনুশীলন না থাকলেও নিজেকে উজাড় করে দিতে হবে।”
- চলতি বছর আইপিএলের ১৮তম বর্ষ। ২০০৮ সাল থেকে শুরু হয়েছিল এই প্রতিযোগিতা। এখন এই প্রতিযোগিতায় খেলে মোট ১০টি দল। তাদের মধ্যেই চলে ভারতসেরা হওয়ার লড়াই।
- গত বার আইপিএল চ্যাম্পিয়ন হয়েছে কলকাতা নাইট রাইডার্স। তিন বার এই ট্রফি জিতেছে তারা। মুম্বই ইন্ডিয়ান্স ও চেন্নাই সুপার কিংস পাঁচ বার করে চ্যাম্পিয়ন হয়েছে। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু, দিল্লি ক্যাপিটালস, পঞ্জাব কিংস ও লখনউ সুপার জায়ান্টস এখনও পর্যন্ত এক বারও আইপিএল জিততে পারেনি।
-
২৩:৩৬
ধোনিকে হারিয়ে তাঁরই পা ছুঁয়ে প্রণাম বৈভবের, দিল্লির মাঠে সূর্যবংশীর ‘গুরুদক্ষিণা’ -
২২:৫৬
বৈভবের কাছে হার ধোনির! চেন্নাই অধিনায়কের ক্রিকেট মস্তিষ্কের পরীক্ষা নিল রাজস্থানের কিশোর -
২১:২৬
নিয়মরক্ষার ম্যাচেও ব্যর্থ ধোনি, চেন্নাইয়ের বিরুদ্ধে জয়ের জন্য রাজস্থানের লক্ষ্য ১৮৮ রান -
১৯:১৯
নিজের ব্যর্থতা নিয়ে চুপ পন্থ, প্লে-অফ থেকে ছিটকে গিয়ে লখনউ অধিনায়ক দুষলেন বোলারদের! -
১৮:০৯
আইপিএলের বাকি ম্যাচগুলির জন্য মুম্বইয়ে নতুন তিন বিদেশি, নীতা অম্বানীর খরচ হল ৭ কোটি