অপর্ণা সেন।
হাততালি, শঙ্খ এবং কাঁসরের আওয়াজে গতকাল বিকেল ৫টায় মুখর হয়ে উঠেছিল সারা দেশ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ডাকে সাড়া দিয়ে এই দুঃসময়েও যাঁরা কাজ করে যাচ্ছেন তাঁদের ধন্যবাদ জানিয়েছিলেন আমজনতা থেকে সেলিব্রিটি। মোদীর এই উদ্যোগকে কটাক্ষ করে এ বার নেটাগরিকদের রোষের মুখে পড়লেন অপর্ণা সেন।
গতকাল টুইটারে একটি পোস্টে মোদীর নাম উল্লেখ না করে অপর্ণা লেখেন, “যদি একটি মাত্র বক্তৃতাতেই সারা দেশ হাজার হাজার হাততালিতে ফেটে পড়তে পারে তবে উত্তর-পূর্ব দিল্লি যখন জ্বলছিল তখন সেই কণ্ঠ চুপ ছিল কেন?”
এর পরেই নেটাগরিকদের রোষের মুখে পড়েন অপর্ণা। ওই কমেন্ট সেকশনে নেটাগরিকদের একাংশ লেখেন, “এই চরম দুঃসময়েও রাজনীতি করতে ইচ্ছা করছে আপনার?” অনেকে আবার অপর্ণার জিভকে কোয়রান্টিনে পাঠানোরও নিদান দেন। যদিও গোটা ঘটনায় এখনও কোনও মন্তব্য করেননি অপর্ণা।
আরও পড়ুন- করোনা কাঁটা: গৃহবন্দি, আরও কাছাকাছি অঙ্কুশ-ঐন্দ্রিলা
দেখুন অপর্ণার টুইট
— Aparna Sen (@senaparna) March 23, 2020
করোনা সংক্রমণের জেরে আতঙ্কিত গোটা বিশ্ব। ভারতে ইতিমধ্যেই মৃত্যু হয়েছে আট জনের, আক্রান্ত ৪১৫। এই অবস্থায় অপর্ণার এই কটাক্ষে মোটেই খুশি নন বেশিরভাগই।
কী বলছেন নেটাগরিকরা, দেখে নিন
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy