Advertisement
০৫ নভেম্বর ২০২৪
Entertainment News

বলিউড ডিভাদের ‘ব্ল্যাক ম্যাজিক’!

কথায় বলে কালো জগতের আলো। বলিউড ডিভারাও মনে হয় তেমনটাই বিশ্বাস করেন। কালো রঙের প্রতি সবারই আলাদা আলাদা টান। পার্টিওয়্যার বলতে কালো ড্রেসই বেশিরভাগের এক নম্বর পছন্দ।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ২৪ সেপ্টেম্বর ২০১৭ ১৬:৩৮
Share: Save:
০১ ০৬
ফ্যাশন ও গ্ল্যামারের সংজ্ঞা। মালাইকা অরোরার ড্রেসিং সেন্স বরাবরই সেরার সেরা। শিমারি সিলভারি এই ‘বডিকন’ ড্রেসটি পরে কেমন দেখাচ্ছে মালাইকাকে? কালো কিন্তু মালাইকার খুবই প্রিয় রং।

ফ্যাশন ও গ্ল্যামারের সংজ্ঞা। মালাইকা অরোরার ড্রেসিং সেন্স বরাবরই সেরার সেরা। শিমারি সিলভারি এই ‘বডিকন’ ড্রেসটি পরে কেমন দেখাচ্ছে মালাইকাকে? কালো কিন্তু মালাইকার খুবই প্রিয় রং।

০২ ০৬
চিক অ্যান্ড সফিসটিকেটেড। শনিবার রাতে করিনা এমন লুকেই একটি পার্টিতে গিয়েছিলেন। বেবোর এই কালো ব্লেজার ড্রেসটির ডিজাইন করেছেন আশিস এন সোনি।

চিক অ্যান্ড সফিসটিকেটেড। শনিবার রাতে করিনা এমন লুকেই একটি পার্টিতে গিয়েছিলেন। বেবোর এই কালো ব্লেজার ড্রেসটির ডিজাইন করেছেন আশিস এন সোনি।

০৩ ০৬
বেবোর পাশাপাশি ওই পার্টিতে গিয়েছিলেন লোলোও। মানে করিশ্মা কপূর। করিশ্মা পরেছিলেন সেন্ট লরেন্ট ড্রেস। ড্রেসের একদিকে রয়েছে সামান্য ‘রাফল’।

বেবোর পাশাপাশি ওই পার্টিতে গিয়েছিলেন লোলোও। মানে করিশ্মা কপূর। করিশ্মা পরেছিলেন সেন্ট লরেন্ট ড্রেস। ড্রেসের একদিকে রয়েছে সামান্য ‘রাফল’।

০৪ ০৬
শাহিদ-জায়া মীরা রাজপুতও গ্ল্যামার বা ফ্যাশনের দিক দিয়ে কোনও অংশে কম যান না। ফ্যাশন ডিজাইনার সাকশা ও কিন্নির এই লেটেস্ট ড্রেসটিতে পাপারাৎজিদের নজর কেড়েছিলেন মীরা।

শাহিদ-জায়া মীরা রাজপুতও গ্ল্যামার বা ফ্যাশনের দিক দিয়ে কোনও অংশে কম যান না। ফ্যাশন ডিজাইনার সাকশা ও কিন্নির এই লেটেস্ট ড্রেসটিতে পাপারাৎজিদের নজর কেড়েছিলেন মীরা।

০৫ ০৬
বাঙালি সুন্দরী। প্রাক্তন বিশ্বসুন্দরীও বটে। কালো ড্রেসে কেমন মোহময়ী দেখাচ্ছে তাঁকে বলুন তো!

বাঙালি সুন্দরী। প্রাক্তন বিশ্বসুন্দরীও বটে। কালো ড্রেসে কেমন মোহময়ী দেখাচ্ছে তাঁকে বলুন তো!

০৬ ০৬
সুস্মিতা বরাবরই তাঁর ফ্যাশন নিয়ে একটু ‘হটকে’ স্টাইলের। পর পর দু’টি ছবিতেই সে কথা প্রমাণ করেছেন সুস্মিতা।

সুস্মিতা বরাবরই তাঁর ফ্যাশন নিয়ে একটু ‘হটকে’ স্টাইলের। পর পর দু’টি ছবিতেই সে কথা প্রমাণ করেছেন সুস্মিতা।

Follow us on: Save:
Advertisement

Share this article

CLOSE