Advertisement
০৮ নভেম্বর ২০২৪
bollywood

মিঠুন-শ্রীদেবী ‘সম্পর্কের’ জেরে আহত দাম্পত্যেও বিয়েকেই আঁকড়ে ছিলেন যোগিতা বালি

বিরোধ দেখা দিল অন্যত্র। আশির দশকে বক্সঅফিসে ঝড় তুলেছিল মিঠুন-শ্রীদেবী জুটি। সেই ঝড়ে অন্যদিকে তছনছ হতে বসেছিল যোগিতা বালির সংসার।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ১৪ এপ্রিল ২০২০ ১১:৩৩
Share: Save:
০১ ১৬
আয়ত চোখ এবং দুষ্টু হাসি মন জয় করেছিল দর্শকদের।ধীরে ধীরে বলিউডে নিজের জায়গাও করে নিয়েছিলেন। স্বেচ্ছায় সেই জায়গা ছেড়ে দিয়েছিলেন বিয়ের পরে। কিন্তু সেই দাম্পত্যও বার বার আহত হয়েছে ঘাত-প্রতিঘাতে। তারপরেও সংসারকে আঁকড়ে থেকেছেন নায়িকা যোগিতা বালি।

আয়ত চোখ এবং দুষ্টু হাসি মন জয় করেছিল দর্শকদের।ধীরে ধীরে বলিউডে নিজের জায়গাও করে নিয়েছিলেন। স্বেচ্ছায় সেই জায়গা ছেড়ে দিয়েছিলেন বিয়ের পরে। কিন্তু সেই দাম্পত্যও বার বার আহত হয়েছে ঘাত-প্রতিঘাতে। তারপরেও সংসারকে আঁকড়ে থেকেছেন নায়িকা যোগিতা বালি।

০২ ১৬
যোগিতার জন্ম ১৯৫২ সালের ১৩ অগস্ট। বলিউডের আর এক নায়িকা, শাম্মি কপূরের স্ত্রী গীতা বালি ছিলেন যোগিতার ঘনিষ্ঠ আত্মীয়া। কপূর পরিবারের ধারা ভেঙে তিনি বিয়ের পরেও নিজের কেরিয়ার বজায় রেখেছিলেন। কিন্তু যোগিতা সে পথে যাননি।

যোগিতার জন্ম ১৯৫২ সালের ১৩ অগস্ট। বলিউডের আর এক নায়িকা, শাম্মি কপূরের স্ত্রী গীতা বালি ছিলেন যোগিতার ঘনিষ্ঠ আত্মীয়া। কপূর পরিবারের ধারা ভেঙে তিনি বিয়ের পরেও নিজের কেরিয়ার বজায় রেখেছিলেন। কিন্তু যোগিতা সে পথে যাননি।

০৩ ১৬
যোগিতার প্রথম ছবি ‘পরওয়ানা’ মুক্তি পায় ১৯৭১ সালে। প্রথম ছবিতেই অমিতাভ বচ্চনের মতো তারকার সঙ্গে অভিনয়। ছবিতে ছিলেন নবীন নিশ্চলও। প্রথম ছবি পরিচিতি দিলেও পায়ের নীচে জমি মজবুত করতে সময় লেগেছে অনেকটাই।

যোগিতার প্রথম ছবি ‘পরওয়ানা’ মুক্তি পায় ১৯৭১ সালে। প্রথম ছবিতেই অমিতাভ বচ্চনের মতো তারকার সঙ্গে অভিনয়। ছবিতে ছিলেন নবীন নিশ্চলও। প্রথম ছবি পরিচিতি দিলেও পায়ের নীচে জমি মজবুত করতে সময় লেগেছে অনেকটাই।

০৪ ১৬
‘গঙ্গা তেরে পানি অমৃত’, ‘মেমসাব’, ‘মেরে আপনে’, ‘জমিন আসমান’, ‘ঝিল কে উস পার’, ‘গদ্দার’, ‘কুঁয়ারা বাপ’, ‘অজনবী’, ‘যৌবন’, ‘অপরাধী’-র মতো যোগিতার ছবিগুলি বক্সঅফিসে কমবেশি সফল হয়। তবে তিনি কোনওসময়েই সে ভাবে পরিচালকের প্রথম পছন্দ হয়ে উঠতে পারেননি। প্রথমসারির কোনও নায়িকা ছবি প্রত্যাখ্যান করলে তবেই সুযোগ যেত যোগিতার কাছে।

‘গঙ্গা তেরে পানি অমৃত’, ‘মেমসাব’, ‘মেরে আপনে’, ‘জমিন আসমান’, ‘ঝিল কে উস পার’, ‘গদ্দার’, ‘কুঁয়ারা বাপ’, ‘অজনবী’, ‘যৌবন’, ‘অপরাধী’-র মতো যোগিতার ছবিগুলি বক্সঅফিসে কমবেশি সফল হয়। তবে তিনি কোনওসময়েই সে ভাবে পরিচালকের প্রথম পছন্দ হয়ে উঠতে পারেননি। প্রথমসারির কোনও নায়িকা ছবি প্রত্যাখ্যান করলে তবেই সুযোগ যেত যোগিতার কাছে।

০৫ ১৬
তাঁর ফিল্মোগ্রাফিতে উল্লেখযোগ্য ছবি হল ‘মেহবুবা’, ‘লাগাম’, ‘কর্মযোগী’, ‘রাজতিলক’ এবং ‘আখরি বদলা’। ৮৯ সালে মুক্তি পাওয়া ‘আখরি বদলা’-ই ছিল তাঁর শেষ ছবি। ১৮ বছরে তিনি অভিনয় করেছিলেন প্রায় ৬০টি ছবিতে।

তাঁর ফিল্মোগ্রাফিতে উল্লেখযোগ্য ছবি হল ‘মেহবুবা’, ‘লাগাম’, ‘কর্মযোগী’, ‘রাজতিলক’ এবং ‘আখরি বদলা’। ৮৯ সালে মুক্তি পাওয়া ‘আখরি বদলা’-ই ছিল তাঁর শেষ ছবি। ১৮ বছরে তিনি অভিনয় করেছিলেন প্রায় ৬০টি ছবিতে।

০৬ ১৬
কেরিয়ারের মাঝপথেই বিয়ে করেছিলেন যোগিতা। ১৯৭৬ সালে তাঁর বিয়ে হয়েছিল কিশোরকুমারের সঙ্গে। তিনি ছিলেন সঙ্গীতশিল্পীর তৃতীয় স্ত্রী। তবে মাত্র দু’ বছর স্থায়ী ছিল তাঁদের সংসার।

কেরিয়ারের মাঝপথেই বিয়ে করেছিলেন যোগিতা। ১৯৭৬ সালে তাঁর বিয়ে হয়েছিল কিশোরকুমারের সঙ্গে। তিনি ছিলেন সঙ্গীতশিল্পীর তৃতীয় স্ত্রী। তবে মাত্র দু’ বছর স্থায়ী ছিল তাঁদের সংসার।

০৭ ১৬
‘খোয়াব’ সিনেমার শুটিঙে প্রথম আলাপ হয় মিঠুন-যোগিতা বালির। শোনা যায়, মিঠুন চক্রবর্তীর প্রেমে পড়েই কিশোর কুমারের কাছ থেকে দূরে সরে আসেন যোগিতা। এর ফলে চরমে ওঠে কিশোর কুমারের সঙ্গে মিঠুনের বিরোধ। মিঠুনের জন্য নাকি গান-ই গাইতে অস্বীকার করেছিলেন কিশোর। ফলে বাপি লাহিড়ীর যাত্রাপথ অনেকটাই সুগম হয়।

‘খোয়াব’ সিনেমার শুটিঙে প্রথম আলাপ হয় মিঠুন-যোগিতা বালির। শোনা যায়, মিঠুন চক্রবর্তীর প্রেমে পড়েই কিশোর কুমারের কাছ থেকে দূরে সরে আসেন যোগিতা। এর ফলে চরমে ওঠে কিশোর কুমারের সঙ্গে মিঠুনের বিরোধ। মিঠুনের জন্য নাকি গান-ই গাইতে অস্বীকার করেছিলেন কিশোর। ফলে বাপি লাহিড়ীর যাত্রাপথ অনেকটাই সুগম হয়।

০৮ ১৬
যদিও ত্রিকোণ প্রেমের এই ঘটনা কোনওদিন স্বীকার করেননি কিশোর কুমার। তিনি বলতেন, যোগিতার সঙ্গে দাম্পত্য ছিল যেন নিছক রসিকতা। তাঁর কথায়, যোগিতা কোনওদিন নিজের বাড়ি ছেড়ে এসে তাঁর সঙ্গে সংসার করতে প্রস্তুত ছিলেন না।

যদিও ত্রিকোণ প্রেমের এই ঘটনা কোনওদিন স্বীকার করেননি কিশোর কুমার। তিনি বলতেন, যোগিতার সঙ্গে দাম্পত্য ছিল যেন নিছক রসিকতা। তাঁর কথায়, যোগিতা কোনওদিন নিজের বাড়ি ছেড়ে এসে তাঁর সঙ্গে সংসার করতে প্রস্তুত ছিলেন না।

০৯ ১৬
মিঠুনের সঙ্গে যোগিতার সম্পর্কও নানা ওঠাপড়ার মধ্যে দিয়ে গিয়েছে। যোগিতার আগেও মিঠুনের জীবনে অন্য নারী এসেছেন। কেরিয়ারের শুরুতে সারিকার সঙ্গে তাঁর সম্পর্ক ছিল বলে গুঞ্জন শোনা যায়।

মিঠুনের সঙ্গে যোগিতার সম্পর্কও নানা ওঠাপড়ার মধ্যে দিয়ে গিয়েছে। যোগিতার আগেও মিঠুনের জীবনে অন্য নারী এসেছেন। কেরিয়ারের শুরুতে সারিকার সঙ্গে তাঁর সম্পর্ক ছিল বলে গুঞ্জন শোনা যায়।

১০ ১৬
সত্তরের দশকের বলিউডের আর এক গ্ল্যামার-রানি ছিলেন হেলেনা লুক। তিনিও মিঠুনের প্রণয়ী ছিলেন বলে শোনা যায়। ‘জুদাই’ সিনেমা দিয়ে বলিউডে কেরিয়ার শুরু হেলেনার। তবে তার পরে তিনি আর সাফল্য পাননি। হেলেনার অবশ্য দাবি, মিঠুনের সঙ্গে তাঁর প্রেম গড়িয়েছিল বিয়ে অবধি। তবে সে দাম্পত্য ছিল মাত্র চার মাসের। হেলেনার সঙ্গে তাঁর বিয়ে নিয়ে কোনওদিন মিঠুনের মুখে কিছু শোনা যায়নি। পরবর্তীকালে হেলেনা বিমানসেবিকার চাকরিতে যোগ দেন।

সত্তরের দশকের বলিউডের আর এক গ্ল্যামার-রানি ছিলেন হেলেনা লুক। তিনিও মিঠুনের প্রণয়ী ছিলেন বলে শোনা যায়। ‘জুদাই’ সিনেমা দিয়ে বলিউডে কেরিয়ার শুরু হেলেনার। তবে তার পরে তিনি আর সাফল্য পাননি। হেলেনার অবশ্য দাবি, মিঠুনের সঙ্গে তাঁর প্রেম গড়িয়েছিল বিয়ে অবধি। তবে সে দাম্পত্য ছিল মাত্র চার মাসের। হেলেনার সঙ্গে তাঁর বিয়ে নিয়ে কোনওদিন মিঠুনের মুখে কিছু শোনা যায়নি। পরবর্তীকালে হেলেনা বিমানসেবিকার চাকরিতে যোগ দেন।

১১ ১৬
পরবর্তীকালে সংবাদমাধ্যমে এক সাক্ষাৎকারে হেলেনাকে তীব্র আক্রমণ করেছিলেন যোগিতা। তাঁকে নাকি শুনতে হত, মিঠুন তাঁকে বিয়ে করেছিলেন কারণ তিনি দেখতে হেলেনার মতো। এই জল্পনা উড়িয়ে যোগিতার পাল্টা বক্তব্য ছিল, হেলেনা অতীতে মিঠুনের ঘনিষ্ঠ হয়েছিলেন, কারণ মিঠুনের সঙ্গে তাঁর প্রাক্তন স্বামী জাভেদ খানের চেহারার সাদৃশ্য আছে।

পরবর্তীকালে সংবাদমাধ্যমে এক সাক্ষাৎকারে হেলেনাকে তীব্র আক্রমণ করেছিলেন যোগিতা। তাঁকে নাকি শুনতে হত, মিঠুন তাঁকে বিয়ে করেছিলেন কারণ তিনি দেখতে হেলেনার মতো। এই জল্পনা উড়িয়ে যোগিতার পাল্টা বক্তব্য ছিল, হেলেনা অতীতে মিঠুনের ঘনিষ্ঠ হয়েছিলেন, কারণ মিঠুনের সঙ্গে তাঁর প্রাক্তন স্বামী জাভেদ খানের চেহারার সাদৃশ্য আছে।

১২ ১৬
এক সাক্ষাৎকারে যোগিতা বলেছিলেন, তিনি বিয়ের পরে সংসার-ই করতে চান। তাঁর সিদ্ধান্তে সম্মতি ছিল মিঠুনেরও। দু’জনে বিয়ে করেন ১৯৭৯ সালে। যোগিতার অভিনয় ছেড়ে দেওয়া নিয়ে তাঁদের মধ্যে কোনও বিরোধ ছিল না।

এক সাক্ষাৎকারে যোগিতা বলেছিলেন, তিনি বিয়ের পরে সংসার-ই করতে চান। তাঁর সিদ্ধান্তে সম্মতি ছিল মিঠুনেরও। দু’জনে বিয়ে করেন ১৯৭৯ সালে। যোগিতার অভিনয় ছেড়ে দেওয়া নিয়ে তাঁদের মধ্যে কোনও বিরোধ ছিল না।

১৩ ১৬
কিন্তু বিরোধ দেখা দিল অন্যত্র। আশির দশকে বক্সঅফিসে ঝড় তুলেছিল মিঠুন-শ্রীদেবী জুটি। সেই ঝড়ে অন্যদিকে তছনছ হতে বসেছিল যোগিতা বালির সংসার।

কিন্তু বিরোধ দেখা দিল অন্যত্র। আশির দশকে বক্সঅফিসে ঝড় তুলেছিল মিঠুন-শ্রীদেবী জুটি। সেই ঝড়ে অন্যদিকে তছনছ হতে বসেছিল যোগিতা বালির সংসার।

১৪ ১৬
মিঠুন-শ্রীদেবীর গোপন বিয়ে নিয়েও জল্পনা-কল্পনা ছিল সে সময়ের বহুচর্চিত আলোচনা। এরকমও শোনা যায়, দুই ছেলেকে নিয়ে বাড়ি ছেড়ে চলে গিয়েছিলেন যোগিতা। কিন্তু তিনি বিয়ে ভাঙতে রাজি ছিলেন না।

মিঠুন-শ্রীদেবীর গোপন বিয়ে নিয়েও জল্পনা-কল্পনা ছিল সে সময়ের বহুচর্চিত আলোচনা। এরকমও শোনা যায়, দুই ছেলেকে নিয়ে বাড়ি ছেড়ে চলে গিয়েছিলেন যোগিতা। কিন্তু তিনি বিয়ে ভাঙতে রাজি ছিলেন না।

১৫ ১৬
বিবাহবিচ্ছেদে রাজি ছিলেন না মিঠুনও। গুঞ্জন, সে কারণেই তাঁর সঙ্গে সম্পর্ক থেকে সরে যান শ্রীদেবীও। কারণ, তিনি নায়কের জীবনে দ্বিতীয় নারী হয়ে থাকতে রাজি ছিলেন না।

বিবাহবিচ্ছেদে রাজি ছিলেন না মিঠুনও। গুঞ্জন, সে কারণেই তাঁর সঙ্গে সম্পর্ক থেকে সরে যান শ্রীদেবীও। কারণ, তিনি নায়কের জীবনে দ্বিতীয় নারী হয়ে থাকতে রাজি ছিলেন না।

১৬ ১৬
মিঠুনের সঙ্গে সম্পর্ক থেকে সরে আসার পরে শ্রীদেবী বিয়ে করেন প্রযোজক বনি কপূরকে। মিঠুন আর যোগিতার ব্যক্তিগত জীবন চলে যায় আরও প্রচারমাধ্যমের আড়ালে। তিন ছেলে এবং এক দত্তক-কন্যাকে নিয়ে তাঁদের এখন ভরপুর সংসার।     
(ছবি: আর্কাইভ ও ফেসবুক)

মিঠুনের সঙ্গে সম্পর্ক থেকে সরে আসার পরে শ্রীদেবী বিয়ে করেন প্রযোজক বনি কপূরকে। মিঠুন আর যোগিতার ব্যক্তিগত জীবন চলে যায় আরও প্রচারমাধ্যমের আড়ালে। তিন ছেলে এবং এক দত্তক-কন্যাকে নিয়ে তাঁদের এখন ভরপুর সংসার। (ছবি: আর্কাইভ ও ফেসবুক)

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement

Share this article

CLOSE