দু’জনেই শক্তিশালী অভিনেত্রী। দু’জনেই বিভিন্ন বিষয়ে স্পষ্ট মতামত রাখেন। কিন্তু দু’জনের মতামত সাধারণত বিপরীতমুখী। বেশ কিছু ক্ষেত্রে দু’জনের মতান্তরও হয়েছে। কিন্তু আগামী আন্তর্জাতিক নারী দিবস দুই অভিনেত্রীকে মিলিয়ে দিচ্ছে। কথা হচ্ছে প্রিয়ঙ্কা চোপড়া ও কঙ্গনা রৌনতের।
প্রিয়ঙ্কা ও কঙ্গনার অভিনয়ের সফরে অন্যতম ছবি ‘ফ্যাশন’। মধুর ভান্ডারকরের সেই ছবিতে দুই অভিনেত্রীর অভিনয়ই বিশেষ সাড়া ফেলেছিল। মূল অভিনেত্রী প্রিয়ঙ্কা হলেও, বিশেষ নজর কেড়েছিলেন কঙ্গনাও। তার পর শুধুমাত্র ‘কৃষ ৩’ ছবিতেই একসঙ্গে তাঁদের দেখা মিলেছে। শুধু ছবিতেই যে তাঁরা অমিল তা নয়, তাঁদের সম্পর্কের সমীকরণও খুব একটা সুখকর নয়। তবে আসন্ন নারী দিবসের সূত্রে ফের একসঙ্গে দুই নায়িকা। বেশ কিছু দিন ধরে পুরনো কিছু ছবি পুনরায় মুক্তি পাচ্ছে প্রেক্ষাগৃহে। কিছু কিছু ছবির জনপ্রিয়তা যে এখনও তুঙ্গে, তা ফের প্রমাণিত। তেমনই মুক্তি পাচ্ছে প্রিয়ঙ্কা ও কঙ্গনার ছবি ‘ফ্যাশন’।
আরও পড়ুন:
নারী দিবস উপলক্ষেই নারীকেন্দ্রিক ছবি ফের মুক্তি পাচ্ছে। ৭ মার্চ থেকে ১৩ পর্যন্ত এই ছবি দেখা যাবে প্রেক্ষাগৃহে। পরিচালক মধুর ভান্ডারকর সমাজমাধ্যমে লিখেছেন, “আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে প্রেক্ষাগৃহে ফিরে এল ‘ফ্যাশন’ ছবিটি।” এই ছবিতে প্রিয়ঙ্কা ও কঙ্গনা ছাড়াও ছিলেন আরও এক অভিনেত্রী— মুগ্ধা গডসে। মডেলিং জগতের আলো ও অন্ধকার দিক উঠে এসেছিল এই ছবিতে। এই ছবির জন্য একাধিক পুরস্কার পেয়েছিলেন প্রিয়ঙ্কা ও কঙ্গনা। তবে এর পরে বলিউডের একাধিক বিষয় নিয়ে প্রিয়ঙ্কাকে কটাক্ষ করেছিলেন কঙ্গনা।
প্রেক্ষাগৃহে পুনরায় মুক্তি পাওয়ার পরেও যে ছবিগুলি সাড়া ফেলেছে, তার মধ্যে রয়েছে ‘ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানি’, ‘সনম তেরি কসম’, ‘তুমবাড়’-এর মতো ছবি।