বলিউড অভিনেত্রী তানিশা মুখোপাধ্যায়ের ৪২তম জন্মদিন ছিল সোমবার। মায়ের উপস্থিতিতে বন্ধুবান্ধবদের সঙ্গে হইহুল্লোড় করে বিশেষ দিনটি কাটিয়েছেন তানিশা। সেই জন্মদিন পালনের বিভিন্ন মুহূর্তের ছবি তিনি পোস্ট করেছেন নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে। সেই সব ছবি-ভিডিয়ো ভেসে গিয়েছে লাইক-কমেন্টের বন্যায়।
জন্মদিনের কেক কাটার ভিডিয়ো পোস্ট করার পাশাপাশি, সুইমিং পুলের ধারে তাঁদের উল্লাসে মাতার ছবিও পোস্ট করেছেন তানিশা। সেখানে তাঁকে ও তাঁর বন্ধুদের দেখা যাচ্ছে বিকিনি পরিহিত অবস্থায়। মেয়ের জন্মদিনে বিকিনি পরে যোগ দিয়েছিলেন অভিনেত্রী তনুজাও। তনিশা লিখেছেন, ‘‘আমার জন্মদিন আকর্ষণীয় করে তোলার জন্য সুন্দরী মেয়েদের ধন্যবাদ।’’
দেখুন তানিশার জন্মদিনের মুহূর্ত—
যদিও তানিশার জন্মদিনে দেখা যায়নি তাঁর বোন কাজলকে। ‘দেবী’ ছবির প্রোমোশনের কাজে এখন ব্যস্ত রয়েছেন কাজল।
আরও পড়ুন: রিয়্যালিটি শো-র শিল্পীরা টাকার জন্য স্টেজ শো না করে রেওয়াজে মন দিন: কুমার শানু