Advertisement
০২ নভেম্বর ২০২৪

সপ্তাহের সেরা অ্যাপস

ফোনে ইন্সটল করার মতো চারটে অ্যাপস। বেছে দিলেন অরিজিৎ চক্রবর্তীডাবস্ম্যাশ-এ তো অনেক ভিডিয়ো তুলেছেন। ফেসবুকে, ইন্সটাগ্রামে তা পোস্ট করে অনেক লাইকসও পেয়েছেন। এ বার ভিডিয়ো নিয়ে আর একটু মজা করুন না। জোভি অ্যাপস কোনও সিনেমার দৃশ্যের মাঝে আপনার শ্যুট করা ভিডিয়ো জুড়ে দেবে। মনে করুন, ‘জুরাসিক পার্ক’‌য়ে ডাইনোসর তাড়া করেছে, আর সেখানে জুড়ে গেল আপনার দৌড়নোর ভিডিয়ো।

শেষ আপডেট: ১৬ জুলাই ২০১৫ ০০:০৩
Share: Save:

জোভি (Jovie)

ডাবস্ম্যাশ-এ তো অনেক ভিডিয়ো তুলেছেন। ফেসবুকে, ইন্সটাগ্রামে তা পোস্ট করে অনেক লাইকসও পেয়েছেন। এ বার ভিডিয়ো নিয়ে আর একটু মজা করুন না। জোভি অ্যাপস কোনও সিনেমার দৃশ্যের মাঝে আপনার শ্যুট করা ভিডিয়ো জুড়ে দেবে। মনে করুন, ‘জুরাসিক পার্ক’‌য়ে ডাইনোসর তাড়া করেছে, আর সেখানে জুড়ে গেল আপনার দৌড়নোর ভিডিয়ো।

প্ল্যাটফর্ম: আইওস, অ্যান্ড্রয়েড; দাম: বিনামূল্য

স্টারলাইক (Starlike)

ফেসবুক, টুইটার, লিঙ্কডইন— এত সোশ্যাল নেটওয়ার্কিং সাইট। কিন্তু ক’জনেরই বা অত সময় থাকে সব ক’টায় বারেবারে লগ ইন করার! সে কাজটা সহজ করে দেবে স্টারলাইক। ব্যস, এই অ্যাপটা একবার ওপেন করলেই সব সোশ্যাল নেটওয়ার্কের খবর পেয়ে যাবেন। ফেসবুকে কোন ছবিতে কে কী কমেন্ট করল, বা টুইটারের পোস্ট ক’টা রিটুইট হল বুঝতে একটা অ্যাপই যথেষ্ট।

প্ল্যাটফর্ম: আইওস, অ্যান্ড্রয়েড; দাম: বিনামূল্য

নাটশেল (Nutshell)

ছবির একটা ফ্রেমে কি সব গল্প বলা যায়? না বলা সম্ভব? সবাইকে একটা ফ্রেমে ধরানোও তো বেশ কষ্টকর। সেটাই সহজে করে দেবে নাটশেল। না, একটা ছবি নয়, তিন-তিনটে ছবিকে জুড়ে একটা ভিডিয়ো বানিয়ে দেবে। ব্যস, আর কী! বিশেষ মুহূর্ত ধরে রাখার জন্য ছবি তো থাকলই। সঙ্গে পুরো আনন্দের নানা ফ্রেম বন্দি থাকল ভিডিয়োতেও।

প্ল্যাটফর্ম: আইওস; দাম: বিনামূল্য

পকেট (Pocket)

দেশ-বিদেশের খবর পড়তে ভাল লাগে। কিন্তু মেট্রোতে চড়লেই তো নেটওয়ার্ক থাকে না। তখন? আপনার এই সমস্যার সমাধান করতে পারে পকেট অ্যাপ। যে কোনও আর্টিকল বা খবরের লিঙ্কটা পকেটে সেভ করে দিলেই হবে। পকেটই সেটাকে অফলাইনে পড়ার জন্য ডাউনলোড করে নেবে। এর পর আপনার স্মার্টফোনে নেটওয়ার্ক থাকল কি থাকল না তা নিয়ে চিন্তা করতে হবে না।

প্ল্যাটফর্ম: আইওস, অ্যান্ড্রয়েড, ওয়েব; দাম: বিনামূল্য

অন্য বিষয়গুলি:

Apps week face book
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE