Advertisement
E-Paper

Ayub Bachchu: তিনি নেই, রয়েছে মায়াবি গিটার, জন্মদিনে আইয়ুব বাচ্চুকে স্মরণ দেবের

তিনি তাঁর মায়াবি গিটারটি ফেলে চলে গিয়েছেন ঘুমের দেশে। আজও তাঁর গানে লুপ্ত হত কাঁটাতার। এপার বাংলাতেও সমান জনপ্রিয় তিনি।

জন্মদিনে আইয়ুব বাচ্চুকে স্মরণ দেবের

জন্মদিনে আইয়ুব বাচ্চুকে স্মরণ দেবের

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৬ অগস্ট ২০২১ ২০:২৭
Share
Save

১৬ অগস্ট, সোমবার, ৫৯তম জন্মবার্ষিকী ওপার বাংলার জনপ্রিয় রক গায়ক, সুরকার, গীতিকার আইয়ুব বাচ্চুর। কিন্তু তিনি তাঁর মায়াবি গিটারটি ফেলে চলে গিয়েছেন ঘুমের দেশে। আজও তাঁর গানে লুপ্ত হত কাঁটাতার। এপার বাংলাতেও সমান জনপ্রিয় তিনি। তাঁর জন্মদিনে তাঁকে স্মরণ করলেন কলকাতার ‘সহজিয়া’ গানের দলের মূল গায়েন দেব চৌধুরী।

জন্মদিনে আইয়ুবকে গান উপহার দিলেন গানের লাইভ শো ‘গুড মর্নিং আকাশের’-এর সঞ্চালক দেব। গাইলেন, ‘গিটারের ছয় তারে ভালোবাসার টান/ গিটার রসকলি গিটার আজান...’। সেই গানের ভিডিয়ো মুক্তি পেল ইউটিউবে।

২০১৮ সালের ১৬ অক্টোবর বাংলাদেশের রংপুর জেলা স্কুলের মাঠে অনুষ্ঠানের পরেই হঠাৎ হৃদরোগে আক্রান্ত হন আইয়ুব। তার দু’দিন পর প্রয়াত হন তিনি। সে রাতেই ‘মায়াবী গিটার ফেলে’ গানটি লিখেছিলেন দেব। সুরও দিয়েছিলেন ওই দিন। পর দিন সকালে ‘গুড মর্নিং আকাশ’ অনুষ্ঠানে দেব গানটি গেয়েছিলেন আয়ুবকে স্মরণ করে। তার তিন বছর পর গায়কের ৫৯তম জন্মদিনে সেই গান মুক্তি পেল।

আনন্দবাজার অনলাইনকে দেব বললেন, ‘‘আইয়ুব বাচ্চুর গিটার আমাদের কাঁদায় হাসায় ভালোবাসায়, এ এক আশ্চর্য মায়াবি সম্মোহন।’’ দেব মনে করেন, ১৯৯০-এর দশকে যাঁদের কৈশোর যৌবন কেটেছে, তাঁদের প্রায় সবাই ‘দুই বাংলার রক আইকন’ আইয়ুব বাচ্চুর গানের কথায়, সুরে, গিটারে স্বপ্ন দেখেছে, উদ্বেল হয়েছেন।

এই গানের সঙ্গীতায়োজন করেছেন রুদ্রনীল চৌধুরী। ধ্বনিমিশ্রণের দায়িত্বে ছিলেন কৃষ্ণেন্দু।ভিডিয়োর জন্য চিত্রগ্রহণের দায়িত্বে ছিলেন সুমন। ভিডিয়ো সম্পাদনা করেছেন অভিষেক। গোটা প্রকল্পের সঙ্গে বিভিন্ন ভাবে যুক্ত ছিলেন সুস্মিতা, শুভদীপ, সুতনুকা, সুপ্রতীম, অংশু। নিবেদনে সিনে লাইভ মিডিয়া।

Ayub Bachchu Deb Chowdhury Sahajiya Bangladeshi Singer

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy

{-- Slick slider script --}}