অর্পিতা চট্টোপাধ্যায়।
সেলেব থেকে সাধারণ...ছাড় পাচ্ছেন না কেউ-ই। হ্যাকারদের জালিয়াতি যে দিন দিন বেড়েই চলেছে তা এ বার হাড়েহাড়ে টের পেলেন অভিনেত্রী অর্পিতা চট্টোপাধ্যায়। চুপিসারে তাঁর ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে হাতিয়ে নেওয়া হল প্রায় দেড় লক্ষ টাকা।
অনলাইন গেম স্টেশনের জন্য গত ফেব্রুয়ারি মাসে ছেলে মিশুককে নিজের ক্রেডিট কার্ড থেকে দুই দফায় ছয় হাজার এবং দুই হাজার টাকা দিয়েছিলেন অর্পিতা। এর পর থেকেই বিভিন্ন সময়ে সেই প্লে স্টেশনের তরফ থেকে অর্পিতার কার্ড থেকে কেটে নেওয়া হচ্ছিল টাকা। সেই টাকার অঙ্কের পরিমাণ খুব একটা বেশি না হওয়ায় বিষয়টা খুব একটা নজরে পড়েনি তাঁর।
The @FinMinIndia also may kindly note.. why is OTP not mandatory for online transaction for international merchants?That increases the probability of fraudulent act..while for indian merchants OTP is mandatory. - is it a deliberate ploy by holier than thou multinationals ? https://t.co/mKlgmo654P
— Arpita Chatterjee (@ArpitaCP) July 11, 2020
আনন্দবাজার ডিজিটালকে অর্পিতা বলেন, “আর সেটাই আমার বড় ভুল ছিল। এর পরেই এক মাসের মধ্যে পর পর ১২ টা ট্রান্সজাকশনে আমার প্রায় দেড় লক্ষ টাকা কেটে নেওয়া হয়।” এর পরেই সাইবার সেলে অভিযোগ জানান তিনি। কথা বলেন ব্যাঙ্কের সঙ্গেও। অনেক কাঠখড় পোড়ানোর পর সেই টাকা ফেরত পেলেও অভিনেত্রীর প্রশ্ন, “আন্তর্জাতিক কোনও সংস্থার ক্ষেত্রে ওটিপি দেওয়ার ব্যবস্থা নেই কেন?”
মানুষকে সতর্ক করার জন্য গোটা বিষয়টি ইতিমধ্যেই টুইটারে জানিয়েছেন অর্পিতা। টাকা ফেরত পেয়েছেন ঠিকই, কিন্তু দুশ্চিন্তা যেন কিছুতেই পিছু ছাড়ছে না তাঁর।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy