(বাঁ দিকে) অরিজিৎ সিংহ (ডান দিকে) মাহিরা খান। ছবি: সংগৃহীত।
বেশ কয়েক বছর হল ভারতে পাকিস্তানি শিল্পীদের অবাধ যাতায়াত বন্ধ হয়েছে। অনুষ্ঠান কিংবা সিনেমায় কাজ করা নিয়ে বিধিনিষেধ আরোপিত হয়েছে। গোটাটাই কূটনৈতিক কারণে। বছর তিনেক আগে সংযুক্ত আমিরশাহিতে একটি অনুষ্ঠানে পাকিস্তানি শিল্পীদের হয়ে আওয়াজ তোলেন অরিজিৎ। কিন্তু এ বার এক পাকিস্তানি অভিনেত্রীর কাছেই ক্ষমা চাইতে হল তাঁকে!
দুবাইতে নিজের কনসার্ট করতে গিয়েছেন অরিজিৎ। সেখানে গায়কের গান শুনতে আসেন মাহিরা খান। পাকিস্তানি অভিনেত্রী ভারতে শাহরুখ খানের বিপরীতে ‘রইস’ ছবিতে কাজ করেছেন। সেই ছবিতে অরিজিতের কণ্ঠে একটি গানও রয়েছে, ‘জ়ালিমা’। যা খুবই জনপ্রিয় হয়। অরিজিতের মঞ্চের পাশেই ভিআইপি আসনে বসে ছিলেন অভিনেত্রী। প্রথম বার দেখে তাঁকে চিনতে পারেননি অরিজিৎ। পরে বুঝতে পেরে দর্শকের সঙ্গে মাহিরার পরিচয় করিয়ে দেন অরিজিৎই। পাশপাশি, প্রথম দেখায় চিনতে না পারার জন্য ক্ষমাও চেয়ে নেন।
গাইতে গাইতে হঠাৎ থেমে গিয়ে অরিজিৎ বলেন, ‘‘আপনারা হয়তো শুনে চমকে যাবেন। আচ্ছা, আমি একটু অন্য ভাবেই বিষয়টি উপস্থাপন করছি। ওখানে কি কোনও ক্যামেরা আছে? অনেক ক্ষণ ধরে ওঁকে চেনার চেষ্টা করছিলাম। তার পর মনে পড়ল, আরে ওঁর জন্য তো আমি ‘জালিমা’ গানটা গেয়েছিলাম।’’ কালো পোশাকে বসে ছিলেন মাহিরা। গায়কের কথা শুনে সলজ্জ হাসি তাঁর চোখে মুখে। শেষে অরিজিৎ বলেন, ‘‘আমার সামনে বসে রয়েছেন মাহিরা খান। 'জ়ালিমা' গানটা গাওয়ার সময় মাহিরা নিজেও গাইছিলেন এবং ওখানে দাঁড়িয়েছিলেন। কিন্তু, আমি চিনতে পারিনি। আমি অত্যন্ত দুঃখিত ম্যাম।’’
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy