শনিবার চেন্নাই বনাম দিল্লি ম্যাচে চিদম্বরম স্টেডিয়ামে হাজির হয়েছিলেন মহেন্দ্র সিংহ ধোনির বাবা-মা। আইপিএল প্রথম বার ছেলের খেলা দেখতে এসেছিলেন তাঁরা। জল্পনা শুরু হয়ে গিয়েছিল যে, এই ম্যাচেই অবসর ঘোষণা করতে পারেন ধোনি। যদিও তা সত্যি হয়নি। ম্যাচের পর চেন্নাইয়ের কোচ স্টিফেন ফ্লেমিং জানিয়েছেন, ধোনিকে এখন অবসরের কথা ঘুণাক্ষরেও জিজ্ঞাসা করেন না।
শনিবার ম্যাচের পর ফ্লেমিংকে জিজ্ঞাসা করা হয়েছিল, ধোনির অবসর নিয়ে কিছু জানেন কি না। ফ্লেমিং স্পষ্ট বলেছেন, “না। কোনও জল্পনা থামানোর দায়িত্ব আমার নয়। ওর অবসর নিয়ে আমার কোনও ধারণা নেই। এটুকু বলতে পারি, এখনও ধোনির সঙ্গে কাজ করতে ভালবাসি। দারুণ খেলছে। অবসর নিয়ে তো আজকাল ওকে কিছু জিজ্ঞাসাই করি না। আপনারাই সব সময় অবসর নিয়ে প্রশ্ন তোলেন।”
টানা তিনটি ম্যাচ হারের পর চেন্নাই শিবির জুড়ে হতাশা। সমর্থকেরা রেগে গিয়েছেন বিজয় শঙ্কর এবং ধোনির ধীরগতিতে খেলা দেখে। যদিও ফ্লেমিং দু’জনের পাশে দাঁড়িয়েছেন। বলেছেন, “ওরা সত্যিই ভাল খেলেছে। গোটা ইনিংস জুড়েই বিজয়ের টাইমিং ছিল দেখার মতো। তবে ১২ থেকে ১৬ ওভারের সময়টা সবার কাছেই কঠিন ছিল। তখন খেলাটা দেখতে ভাল লাগছিল না।”
আরও পড়ুন:
ফ্লেমিংয়ের সংযোজন, “আসলে আমরা খেলার সময় পরের দিক বল গ্রিপ করা সহজ হয়ে গিয়েছিল। আমরা জানতাম পরের দিকে পিচ মন্থর হয়ে যাবে। তাই আগে ব্যাট করতে চেয়েছিলাম।”