সম্প্রতি অক্ষয় কুমারের ‘কনাপ্পা’ ছবির ‘মহাকাল চলো’ গানটি মুক্তি পেয়েছে। সেই গান নিয়ে যত ঝামেলার সূত্রপাত্র। এই গানে অভিনেতা একেবারে শিবলিঙ্গ জড়িয়ে রয়েছেন এবং সেই সময় লিঙ্গকে পঞ্চামৃতে অভিষেক করা হচ্ছে। তাতেই আপত্তি জানিয়েছেন পুরোহিতদের অ্যাসোসিয়েশন। তাঁদের সভাপতি মহেশ শর্মা জানিয়েছেন, এতে হিন্দু ধর্মের অপমান করা হয়েছে।
আরও পড়ুন:
গানটি ভাল হলেও তাঁদের আপত্তি চিত্রায়ণ নিয়ে। তাঁদের কথা অনুযায়ী, “ছবিতে অভিনেতা শিবলিঙ্গকে আলিঙ্গন করছেন এবং তার উপর পঞ্চামৃত অভিষেক করা হচ্ছে যা অনুপযুক্ত। এ ছাড়াও, যে ভাবে ভস্ম নিবেদন করা হচ্ছে, সেটা ঠিক নয়। কারণ কেবল উজ্জয়িনীর মহাকালকেই ভস্ম দেওয়া হয়, অন্য কোথাও নয়। ছবির সেটে যা কিছু একটা তৈরি করে সনাতন ধর্মকে অপমান করা ঠিক নয়।’’
এই ঘটনার পর চুপ থাকেননি অক্ষয়ও। তিনি বলেন, ‘‘ছোটবেলা থেকেই আমার বাবা-মা শিখিয়েছেন, ঈশ্বরই আমাদের মাতা-পিতা। তা হলে, যদি তুমি তোমার বাবা-মাকে আলিঙ্গন করো, তাতে দোষের কী আছে? একেবারেই নেই। যদি আমার ভক্তিকে কেউ বাঁকা চোখে দেখেন তাতে আমার কোনও দোষ নেই।’’ এ বার এটাই দেখার যে, অক্ষয়ের মন্তব্যে পাল্টা কোনও প্রতিক্রিয়া আসে কি না পুরোহিতদের তরফে।