Akshay Khanna Refused to Act with Amitabh Bachchan to Remain Honest Towards His Principles dgtl
bollywood
নিজের নীতির প্রতি একনিষ্ঠ থাকতে অমিতাভের সঙ্গে পর্যন্ত অভিনয় করেননি অক্ষয় খন্না!
এই নীতির প্রতি একনিষ্ঠ থাকার জন্য অমিতাভ বচ্চনের সঙ্গে ব্লকবাস্টার ছবিতে অভিনয় করার সুযোগও ছাড়তে দ্বিধা করেননি বিনোদ-পুত্র।
নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ২৬ মার্চ ২০২০ ১৫:৪২
Share:Save:
এই খবরটি সেভ করে রাখার জন্য পাশের আইকনটি ক্লিক করুন।
০১১২
শত প্রতিবন্ধকতাতেও নীতির সঙ্গে আপস নয়। এই নিয়মে বিশ্বাসী অক্ষয় খন্না। তার জন্য কেরিয়ারে ক্ষতি হলেও তা মেনে নিতে রাজি বলিউডের এই অভিনেতা।
০২১২
এমনকি, এই নীতির প্রতি একনিষ্ঠ থাকার জন্য অমিতাভ বচ্চনের সঙ্গে ব্লকবাস্টার ছবিতে অভিনয় করার সুযোগও ছাড়তে দ্বিধা করেননি বিনোদ-পুত্র
০৩১২
তার জন্য বিন্দুমাত্র দুঃখ নেই বলেও এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন তিনি।
০৪১২
অমিতাভ বচ্চন এবং বিনোদ খন্না সমসাময়িক নায়ক। দু’জনের জনপ্রিয়তা ও স্টারডমে তারতম্য থাকলেও তার প্রভাব পড়েনি দু’জনের সম্পর্কে।
০৫১২
অমিতাভকে ফাদার ফিগার হিসেবেই সম্মান করেন অক্ষয়।
০৬১২
২০০৪ সালে অমিতাভের সঙ্গে অভিনয়ের সুযোগ পান অক্ষয়। রাজকুমার সন্তোষীর পরিচালনায় ‘খাকি’ ছবিতে।
০৭১২
চিত্রনাট্য শুনে অক্ষয় রাজিও হন ছবিতে অভিনয় করতে। কিন্তু বিপত্তি দেখা দিল যখন তাঁর কাছে দৃশ্যগুলি বোঝানো হল।
০৮১২
অক্ষয়কে বলা হয় তাঁকে একটি দৃশ্যে অমিতাভকে সজোরে থাপ্পড় মারতে হবে।
০৯১২
শুনেই বেঁকে বসেন অক্ষয়। স্পষ্ট জানিয়ে দেন, তিনি পিতৃতুল্য অভিনেতার গালে কিছুতেই চড় মারতে পারবেন না। যতই সেটা অভিনয় হোক না কেন।
১০১২
‘খাকি’ ছবির জন্য অক্ষয়কে আর রাজি করানো যায়নি। পরে ছবিতে সেই সাব ইনস্পেক্টরের চরিত্রে অভিনয় করেন তুষার কপূর।
১১১২
অমিতাভের সঙ্গে অভিনয়ের সুযোগ অবশ্য শেষ অবধি অক্ষয়ের কাছে অধরা থাকেনি। ২০০৪ সালেই তিনি আর বিগ বি একসঙ্গে অভিনয় করেন ‘দীওয়ার’ ছবিতে।
১২১২
এ ভাবেই বার বার নিজের নীতির প্রতি সৎ থেকেছেন অক্ষয় খন্না। তার জন্য ‘আন্ডাররেটেড’ অভিনেতার তকমা পেয়েছেন হয়তো। কিন্তু সে কারণে অক্ষয়ের কোনও অনুশোচনা নেই। আপসহীন মনোভাবই তাঁর কাছে শেষকথা।
(ছবি: আর্কাইভ ও ফেসবুক)