Advertisement
২২ ডিসেম্বর ২০২৪
Debaloy-Koel

‘ইন্দুবালা ভাতের হোটেল’-এর পর এ বার পরিচালক দেবালয়ের নতুন নায়িকা কোয়েল?

ছেলে হওয়ার পর থেকে কাজ অনেকটাই কমিয়ে দিয়েছেন কোয়েল মল্লিক। শোনা যাচ্ছে, পরিচালক দেবালয় ভট্টাচার্য তাঁর নতুন ছবির জন্য কথা বলেছেন নায়িকার সঙ্গে।

After Indubala Bhater Hotel’s massive success director Debaloy Bhattacharjee is planning to make a movie with Koel Mallick

(বাঁ দিকে) ‘ইন্দুবালা ভাতের হোটেল’-এর পরিচালক দেবালয় ভট্টাচার্য। কোয়েল মল্লিক (ডান দিকে)। গ্রাফিক: সনৎ সিংহ।

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ০৩ অগস্ট ২০২৩ ২০:০১
Share: Save:

ইদানীং পরিচালক নারীকেন্দ্রিক ছবি তৈরির দিকে বেশি মন দিয়েছেন। একের পর এক কাজ করে চলেছেন পরিচালক দেবালয় ভট্টাচার্য। বড় পর্দা থেকে ওয়েব সিরিজ়— একটি কাজ শেষ হয় তো পরের চিত্রনাট্যে মন দেন পরিচালক। শোনা যাচ্ছেন, ‘ইন্দুবালা ভাতের হোটেল’ সিরিজ়ের বিপুল সাফল্যের পর আবারও একটি নারীকেন্দ্রিক গল্প নিয়ে ছবি তৈরির কথা ভাবছেন পরিচালক। যে ছবির জন্য নাকি ফোন গিয়েছে অভিনেত্রী কোয়েল মল্লিকের কাছে। ইন্ডাস্ট্রির অন্দরে অবশ্য এই কথা শুনে অনেকেই দুয়ে দুয়ে চার করার চেষ্টা করেছেন। কারণ, এত দিন দেবালয় শুধুই কাজ করেছেন ‘এসভিএফ’ প্রযোজনা সংস্থার ছাতার তলায়।

অন্য দিকে, শেষ কয়েক বছরে কোয়েলকেও ‘সুরিন্দর ফিল্মস্‌’-এর বাইরে কাজ করতে তেমন ভাবে দেখেননি দর্শক। মাঝে অবশ্য ‘ক্যামেলিয়া প্রোডাকশন’ প্রযোজিত ‘মিতিন মাসি’ ছবিতে কাজ করেছিলেন নায়িকা। তাই এই সমীকরণ নিয়ে বিস্তর ভাবনাচিন্তা চলছে স্টুডিয়োপাড়ায়। তবে কি ‘ক্যামেলিয়া প্রোডাকশন’-এর ছাতায় নতুন ছবি তৈরি করবেন দেবালয়? নাকি কোয়েলকে আবার দেখা যাবে ‘এসভিএফ’ প্রযোজিত ছবিতে? কোনও কিছুই এখনও চূড়ান্ত হয়নি।

‘মণ্টু পাইলট ২’, ‘ইন্দুবালা ভাতের হোটেল’-এর পর দেবালয়ের উপর আরও আস্থা বেড়েছে টলিপাড়ার প্রযোজকদের। এ দিকে ছেলে হওয়ার পর কোয়েল অনেকটাই বেছে বেছে কাজ করছেন। কবীর জন্মানোর পর ‘মিতিন মাসি’ ফ্র্যাঞ্চাইজ়িতেই শুধুমাত্র নায়িকাকে অভিনয় করতে দেখেছেন দর্শক। শুভশ্রীর পর এ বার কোয়েল-দেবালয় জুটির দেখার অপেক্ষা। সূত্র বলছে সবটাই এখনও রয়েছে প্রাথমিক পর্যায়। সবটা ক্রমশ প্রকাশ্য।

অন্য বিষয়গুলি:

Director Koel Mallick Tollywood Actress New Movie
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy