উত্তরবঙ্গে ভোট এখনও মেটেনি। পুলিশি ঘোরাটোপে ‘ভিআইপি’ পথ দিয়ে কাউকে বেরিয়ে আসতে দেখে বাগডোগরা বিমানবন্দরে ঢোকার মুখে থাকা যাত্রী-গাড়ি চালক-কর্মীরা প্রথমে ভেবেছিলেন, কোনও নেতা-মন্ত্রী হবে। নয়ত নির্বাচন কমিশনের কেউ।
মাসখানেক ধরে প্রতিদিন তাঁদেরই আসা-যাওয়া। তবে পুলিশ-নিরাপত্তা কর্মীদের ফাঁক দিয়ে ঘন-নীল রঙের পুলওভার-কালো টুপি, রোদ চশমা পরা যুবকের ঝলক দেখতেই, আশপাশ থেকে ছুটে এসে ঘিরে ধরল ভিড়।
‘‘রণবীর, রণবীর’’, ভক্তদের আকুতিতে বাগডোগরা বিমানবন্দর তখন মাতোয়ারা। মুখে মুখে ছড়িয়ে গেল, উত্তরবঙ্গের মাটিতে নেমেছেন সেই চেনা ‘বরফি’ রণবীর কপূর। সাদা কাগজ বের করে কেউ তাঁর হাত ধরতে চাইলেন। কেউ বা সাদা কাগজ বের করে অটোগ্রাফ চাইলেন। এক তরুণী কাতর কণ্ঠে আবদার করেই ফেললেন, ‘‘রণবীর, একটা সেলফি প্লিজ!’’ ভিড় কাটিয়ে বেরিয়ে বুধবার দুপুরেই সোজা দার্জিলিঙে রওনা দেয় রণবীর কপুরের গাড়ি।
রণবীরের সঙ্গে ‘বরফি’র সূত্রেই দার্জিলিঙের পরিচয়। বছর চারেক আগে বরফির শ্যুটিঙের জন্য বেশ কিছুদিন দার্জিলিঙে কাটিয়ে ছিলেন রণবীর। টয় ট্রেনে চেপে শুট্যিং করেছেন, বিকেলের পরে ম্যালে ঘুরেছেন, বাসিন্দাদের সঙ্গে ছবিতে ‘পোজ’ দিয়েছেন।
এ বার রণবীর যে ছবির শ্যুটিঙের জন্য দার্জিলিঙে এসেছেন তার নাম ‘জগ্গা জাসুস’। এ বারও পরিচালকও অনুরাগ বসু। অনুরাগের ‘বরফি’র শ্যুটিংয়ে দার্জিলিঙে এসে ভক্তদের ভিড়ের চাপে একদিন শ্যুটিং প্রায় ভেস্তে যাওয়ার দশা হয়। রণবীর অবশ্য ভক্তদের ভালবাসা উপভোগই করেন। এ দিন তিনি বলেন, ‘‘আমি দার্জিলিংকে ভালবাসি। এখানকার বাসিন্দাদের দেখেই আমার মনে হয়, সকলেই যেন পূর্ব পরিচিত। সকলে খুব মিশুকে। এখানে আসার কথা শুনেই তাই উত্তেজিত হয়ে ছিলাম।’’
আরও পড়ুন-বড়পর্দায় রণবীরের ফ্রন্টাল ন্যুডিটি! দেখুন সেই ছবি
প্রথমে ঠিক ছিল, বাগডোগরায় নেমে শিলিগুড়ির একটি অভিজাত হোটেলে বিশ্রাম করবেন তিনি। সে খবর আগে থেকে চাউরও হয়েছিল। হোটেলের সামনে ভিড় জমিয়েছিলেন রণবীর ভক্তরা। যদিও, এ দিন সকালেই ঠিক হয়ে যায় বিমানবন্দর থেকে সোজা দার্জিলিঙেই নিয়ে যাওয়া হবে তারকাকে। বিমানবন্দর থেকে বেরিয়ে দার্জিলিং মোড়ের কাছাকাছি বাঁক ঘোরার জন্য গাড়ির গতিও কমে। কাঁচের ভিতর থেকেই রণবীরকে দেখতে পেয়ে গাড়ির চারপাশে ভক্তদের ভিড়ও হয়। তারপরে তারকাকে নিয়ে গাড়ি পাহাড়ের চড়াই পথ ধরে।
পাহাড়ের পথেও যেখানে রণবীরের গাড়ির গতি কমেছে ভক্তরা ছেঁকে ধরেছেন। কেউ অটোগ্রাফ চেয়েছেন, কেউ বা ছবি তোলার আবদার করেছেন। কেউ আবার নায়ককে দেখে চমকে গিয়ে চেঁচিয়েছেন, ‘বরফি, বরফি’ বলে।
সূত্রের খবর, দার্জিলিঙে টানা ছ’দিন শ্যুটিং চলবে। তবে রণবীর অবশ্য চারদিন পরেই ফিরে যাবেন। ‘জগ্গা জাসুস’ ছবিতে রণবীরের দার্জিলিঙের একটি স্কুলের পড়ুয়ার দৃশ্যে অভিনয় রয়েছে। এ দিন অবশ্য দার্জিলিঙের অনেকেই টের পাননি যে ‘বরফি’ শহরে পা রেখেছেন। দার্জিলিঙের রাস্তার মোড়ে পুলিশ মোতায়েন করা হলেও, কীসের জন্য পুলিশ পাহারা তা গোপন রাখা হয়েছিল। সোজা হোটেলের ভিতরে রণবীরকে নিয়ে গাড়ি ঢুকে যায়। হোটেল থেকে আর বের হননি তিনি। হোটেলের কর্মীরা খাদা পরিয়ে, তিলক কেটে নায়ককে অর্ভ্যথনা করেছেন। আজ, বৃহস্পতিবার থেকে রণবীরের শ্যুটিং রয়েছে। সেই সময় ভক্তদের সামলানো নিয়ে অবশ্য চিন্তায় রয়েছে পুলিশ-প্রশাসন।
রণবীর, অনুরাগ এবং দার্জিলিং। এই তিনের মেলবন্ধনের ছবি ‘বরফি’ হিট হয়েছিল। এ বার ‘জগ্গা-জাসুস’ও হিট হবে বলে রণবীর হোটেলে বসে আশা প্রকাশ করেছেন। বলেছেন, ‘‘শ্যুটিংয়ের ফাঁকে ম্যাল-চিড়িয়াখানা-কফিশপের চেনা রাস্তাতেও চুটিয়ে ঘুরবেন।’’
চেনা বরফি, থুড়ি গোয়েন্দা ‘জগ্গা’কে দেখতে তাই উদগ্রীব পাহাড়ের রানি দার্জিলিং!
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy