ক্যানসারের কথা বলে নিজের প্রচার করছেন, হিনা খানের বিরুদ্ধে এই অভিযোগ এনেছিলেন অভিনেত্রী রোজ়লিন খান। তিনি নিজেও জটিল রোগের সঙ্গে লড়াই করছেন। রোজ়লিন এই দাবিও করেছেন, ক্যানসার নিয়ে মিথ্যে খবর রটাচ্ছেন হিনা। ফের অভিনেত্রীকে একহাত নিলেন রোজ়লিন। তবে এই বার হিনার নাম উল্লেখ করেননি তিনি।
হিনা ক্যানসার নিয়ে ভুয়ো তথ্য ছড়াচ্ছেন, এই দাবি করার পরে নাকি একাধিক হুমকি পেয়েছিলেন রোজ়লিন। নিজেই দাবি করেছিলেন তিনি। তাই এই বার হিনার নাম উহ্য রেখেছেন তিনি। সমাজমাধ্যমে খোঁচা দিয়ে তিনি লিখেছেন, “ওর তো ক্যানসার শেষ হওয়ার নামই নিচ্ছে না।”
সমাজমাধ্যমের পোস্টে রোজ়লিন লিখেছেন, “মিথ্যের বিরুদ্ধে সরব হলেই অপমানিত হতে হবে। কটাক্ষ ধেয়ে আসবে। গালাগাল দেওয়া হবে।” তাই চুপ করে থাকাই শ্রেয় বলে মনে করছেন রোজ়লিন। আর তার পরেই নাম উল্লেখ না করে তিনি লিখেছেন, “ওর ক্যানসার তো শেষই হচ্ছে না। ৯ মাস ধরে কেবল একই খবর। কেউ ওকে পদ্মশ্রী দিয়ে দাও।” ক্যানসারের কথা বলেই প্রচারের আলোয় টিকে রয়েছেন হিনা, দাবি রোজ়লিনের। বর্তমানে রমজান উপলক্ষে তীর্থ করছেন হিনা খান। ক্যানসারের সময় কাজও থামিয়ে রাখেননি তিনি। কী ভাবে ক্যানসারের সময় এ ভাবে ঘুরে বেড়ানো যায়, সেই প্রশ্নও তুলেছিলেন রোজ়লিন।
গত বছর হিনা নিজেই ঘোষণা করেছিলেন, তিনি স্তন ক্যানসারের তৃতীয় পর্যায়ে রয়েছেন। তার পর থেকে ক্যানসারের সঙ্গে তাঁর লড়াইয়ের বিভিন্ন মুহূর্ত সমাজমাধ্যমে ভাগ করে নেন অভিনেত্রী। এই দেখে রোজ়লিন দাবি করেছিলেন, ক্যানসারের মতো অসুখের প্রভাব সাংঘাতিক। হিনা এই অসুখ নিয়ে অসততা করছেন। রোজ়লিন এমনকি এ-ও দাবি করেন, হিনা নাকি তাঁর চিকিৎসককে ঘুষ দিয়ে বিষয়গুলো আড়াল করছেন। এর পরেই একাধিক হুমকি পেয়েছিলেন তিনি। রোজ়লিন দাবি করেছিলেন, হিনার পরিবারের তরফ থেকেই নাকি হুমকি দেওয়া হয়েছিল তাঁকে।