Advertisement
E-Paper

প্রাক্তনের কোন চিহ্ন নিয়ে ঘুরছেন তমন্না? বিচ্ছেদের পরেও বিজয়কে ভুলতে পারছেন না অভিনেত্রী

শোনা গিয়েছে, তমন্না নাকি বিয়ের পরিকল্পনা করছিলেন। কিন্তু প্রস্তুত ছিলেন না বিজয় বর্মা। তাই নাকি সম্পর্কে ভাঙন!

Bollywood actress Tamanna Bhatia\\\\\\\'s jacket caught her fans attention

বিজয়ের চিহ্ন নিয়ে ঘুরছেন তমন্না! ছবি: সংগৃহীত।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৭ মার্চ ২০২৫ ১৩:১৫
Share
Save

দু’বছর সম্পর্কে থাকার পরে বিচ্ছেদের পথে হেঁটেছেন তমন্না ভাটিয়া ও বিজয় বর্মা। বিচ্ছেদ নিয়ে নিজেরা মুখ খোলেননি ঠিকই, কিন্তু বি টাউনে তাঁদের ঘনিষ্ঠ সূত্রেরাই সিলমোহর দিয়েছেন এই জল্পনায়। শোনা গিয়েছে, তমন্না নাকি বিয়ের পরিকল্পনা করছিলেন। কিন্তু প্রস্তুত ছিলেন না বিজয় বর্মা। তাই নাকি সম্পর্কে ভাঙন! কিন্তু সত্যিই তমন্না-বিজয়ের গিয়েছে যে দিন, তা কি একেবারেই গিয়েছে? সম্প্রতি এক অনুষ্ঠানে তমন্নার সাজ দেখে এই প্রশ্নই তুলছেন তাঁর অনুরাগীরা।

রবিবার রাতে রবীনা টন্ডনের কন্যা রাশা থাডানির জন্মদিনে উপস্থিত ছিলেন তমন্না। অভিনেত্রীর পরনে ছিল কালো রঙের চাপা পোশাক। তার উপরে চাপিয়ে নিয়েছিলেন সাদা-কালো স্ট্রাইপের জ্যাকেট। গলায় পরেছিলেন হিরের হার। তমন্নার এই সাজ দেখেই তাঁর অনুরাগীদের মনে পড়ে গিয়েছে বিজয়ের কথা। একই রকমের একটি জ্যাকেট পরতে দেখা গিয়েছিল বিজয় বর্মাকেও। সেই জ্যাকেট পরে তমন্নার সঙ্গেই একটি ছবি তুলেছিলেন অভিনেতা। সেই জ্যাকেট পরেই কি জন্মদিনের অনুষ্ঠানে এসেছিলেন তমন্না?

বিজয়কে সঙ্গে নিয়েই ঘুরছেন তমন্না?

বিজয়কে সঙ্গে নিয়েই ঘুরছেন তমন্না? ছবি: সংগৃহীত

তমন্না ও বিজয়ের রসায়নে মুগ্ধ ছিলেন অনেকেই। যে কোনও অনুষ্ঠানে তমন্নাকে আগলে রাখতেন বিজয়। তমন্না যখন ছবিশিকারিদের ক্যামেরায় ধরা দিতেন, তখন দাঁড়িয়ে অপেক্ষা করতেন বিজয়। তাই তাঁদের বিচ্ছেদ এখনও মেনে নিতে পারছেন না অনুরাগীরা। তাঁরা মনে করছেন বিজয়ের স্মৃতি ভুলতে পারছেন না বলেই এই জ্যাকেট পরেছেন তমন্না। সমাজমাধ্যমে তমন্নার একনিষ্ঠ এক অনুরাগীর কথায়, “এটা বিজয়ের কোট। প্রাক্তন প্রেমিকের কোট পরেই চলে এসেছেন তমন্না।”

সম্পর্ক ভাঙলেও পরস্পরের সঙ্গে বন্ধুত্ব বজায় রাখার সিদ্ধান্ত নিয়েছেন তাঁরা। সমাজমাধ্যমে পরস্পরকে অনুসরণও করছেন। সম্প্রতি একটি হোলি পার্টিতে একত্রে দেখা গিয়েছে তাঁদের।

Tamannaah Bhatia Vijay Varma

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy

{-- Slick slider script --}}