এনা সাহা টলিপাড়ার চেনা মুখ। যদিও তাঁকে ইদানীং খুব বেশি দেখছেন না দর্শক। মাঝে নিজের চেহারার জন্য দর্শক মহলে বিস্তর কটাক্ষও সহ্য করতে হয়েছিল। দু’বছর আগে ঘটা করে নিজস্ব প্রযোজনা সংস্থা খুলছিলেন এনা। ‘চিনে বাদাম’ নামক একটি ছবিও প্রযোজনা করেছিলেন অভিনেত্রী। কিন্তু গত এক বছরে সে ভাবে না তিনি নিজে অভিনয় করেছেন, না প্রযোজনা করছেন। ইনস্টাগ্রামেও তাঁকে খুব একটা সক্রিয় দেখা যায় না। অনেক দিন পরে ইনস্টাগ্রামে পাতায় দেখা গেল অভিনেত্রীকে। নতুন বছরে জোরকদমে জিম করছেন তিনি।
কিছু দিন আগেও তাঁর চেহারা নিয়ে শোনা গিয়েছিল নানা মন্তব্য। তবে অভিনেত্রীকে জিম করতে দেখে আবারও ধেয়ে এল নেতিবাচক মন্তব্য। তাঁর ভিডিয়োয় এক জনের মন্তব্য, “আপনি যতই জিম করুন, রোগা হওয়া খুবই মুশকিল।” আবার এক জনের মন্তব্য, “এত কসরত করছেন, তবু কাজ পাবেন না!” আবার কেউ কেউ তাঁর জিমের একটি বিস্তারিত ভিডিয়োও দেখতে চেয়েছেন।
আরও পড়ুন:
যদিও কাউকে কোনও উত্তর দেননি এনা। শোনা যাচ্ছে, চলতি বছরে বেশ কিছু ছবি তৈরি হবে তাঁর প্রযোজনা সংস্থা থেকে। অনেক পরিচালকদের সঙ্গেই কথা বলছেন তিনি। তবে এখনও পর্যন্ত কোনও চিত্রনাট্যই চূড়ান্ত হয়নি।