Advertisement
১৯ জানুয়ারি ২০২৫
Subhashree Ganguly Son

মা শুভশ্রীর কোলে চেপে শারদীয় শুভেচ্ছায় ছোট্ট ইউভান

মা-ছেলের এমন ডুয়েট এর আগে দেখা যায়নি। ফলে, পোস্ট হতেই মাত্র কয়েক ঘণ্টায় ভিউয়ার্স ২০ হাজার ছাড়িয়েছে।

 ইউভান আসতেই মন খারাপের মেঘ সরিয়ে রাজ-শুভশ্রীর আকাশে খুশির রোশনাই। ফাইল ছবি।

ইউভান আসতেই মন খারাপের মেঘ সরিয়ে রাজ-শুভশ্রীর আকাশে খুশির রোশনাই। ফাইল ছবি।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ২৪ অক্টোবর ২০২০ ১২:১৮
Share: Save:

ছোট্ট মুঠি গ্লাভসে ঢাকা। অষ্টমীর সকালে নতুন জামা গায়ে। ঘুমটা আজ সকাল সকালই ভেঙেছে? সাজুগুজু করে পরিপাটি ইউভান তাই অষ্টমীর সকালেই মা শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের কোলে চড়ে সোশ্যাল মিডিয়ায় হাজির। অষ্টমীর শুভেচ্ছা জানাতে। মা-ছেলের এমন ডুয়েট এর আগে দেখা যায়নি। ফলে, পোস্ট হতেই মাত্র কয়েক ঘণ্টায় ভিউয়ার্স ২০ হাজার ছাড়িয়েছে।

ছেলেকে নিয়ে ইনস্টাগ্রামে অনেক বেশি ছবি পোস্ট করেছেন বাবা রাজ চক্রবর্তী। কখনও তিনি ছেলেকে কলকাতা চিনিয়েছেন। কখনও বাবার সঙ্গে খুনসুটিতে মেতেছে ইউভান। সেই সব মুহূর্ত নেটাগরিকেরা খুশি মনে উপভোগ করেছেন। মায়ের কোলে বসে বড় বড় চোখ মেলে তাকিয়ে থাকা ইউভানের কাছে পৃথিবী সত্যিই নতুন!

রাজ চক্রবর্তীর করোনা সংক্রমণ, বাবা কৃষ্ণশঙ্কর চক্রবর্তীর চলে যাওয়া, সব মিলিয়ে থমথমে পরিবেশ ছিল ‘রাজশ্রী’র পরিবারে। ইউভান আসতেই মন খারাপের মেঘ সরিয়ে রাজ-শুভশ্রীর আকাশে খুশির রোশনাই। ফি-দিন অনুরাগীদের সঙ্গে খুশির মুহূর্ত ভাগ করে নেন টলিউডের এই তারকা দম্পতি। ইউভানের জন্মের পর থেকেই ‘রাজশ্রী’-র ইনস্টাগ্রাম জুড়ে শুধু তার ছবি। মা-ছেলের প্রথম দেখার বিশেষ মুহূর্তটাও রাজ ভাগ করে নিয়েছিলেন সকলের সঙ্গে।

Subho Astomi 🙏❤️

A post shared by Raj Chakrabarty 🇮🇳 (@rajchoco) on

A post shared by Raj Chakrabarty 🇮🇳 (@rajchoco) on

গত ১২ অক্টোবর ১ মাস পূর্ণ করল ইউভান। কাছের মানুষরা উপহারে ভরিয়ে দিয়েছে রাজ-শুভশ্রীর পুত্রকে। উপহার এসছে অভিনেতা সাংসদ মিমি চক্রবর্তীর কাছ থেকেও। ছোট্ট ইউভানই এখন ‘রাজশ্রী’র পৃথিবী। তাকে নিয়েই আগামীর স্বপ্ন বুনছে টলিউডের এই হেভিওয়েট দম্পতি।

অন্য বিষয়গুলি:

Subhashree Ganguly Raj Chakraborty New Born
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
আরও পড়ুন

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy