Advertisement
০৮ নভেম্বর ২০২৪

বিমানবন্দরে হেনস্থা, দাবি কৌশিকের

শনিবার রাত ৯টা নাগাদ ভুবনেশ্বর থেকে স্ত্রী রেশমি সেনকে নিয়ে বিমানে ফেরেন কৌশিকবাবু। তাঁকে বিমানবন্দর থেকে নিতে আসেন ছেলে ঋদ্ধি। তিনি গাড়িটিকে এক পাক ঘুরে আসতে বলেন। এরই মধ্যে কৌশিকরা এসে পড়েন।

ছবি: সংগৃহীত।

ছবি: সংগৃহীত।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ১৭ ডিসেম্বর ২০১৭ ০৪:১৬
Share: Save:

বিমানবন্দরের বাইরের গেটে হেনস্থার শিকার হয়েছেন বলে অভিযোগ করলেন অভিনেতা কৌশিক সেন।

শনিবার রাত ৯টা নাগাদ ভুবনেশ্বর থেকে স্ত্রী রেশমি সেনকে নিয়ে বিমানে ফেরেন কৌশিকবাবু। তাঁকে বিমানবন্দর থেকে নিতে আসেন ছেলে ঋদ্ধি। তিনি গাড়িটিকে এক পাক ঘুরে আসতে বলেন। এরই মধ্যে কৌশিকরা এসে পড়েন। তাঁদের দাবি, গাড়ি ঘুরে এসে তাঁদের নিয়ে বেরিয়ে যেতে গেলে ৫-৬ জন এসে গাড়ি আটকায় এবং পার্কিং-ফি চায়। কৌশিকবাবু তা দিতে রাজি হননি, কারণ তাঁর দাবি, ১০ মিনিটের কম সময় গাড়ি বিমানবন্দর চত্বরে ছিল।

এরই মধ্যে পিছন থেকে আর একটি গাড়ি এসে দাঁড়ায়। কৌশিকবাবু জানান, গাড়িটি এক চিকিৎসকের। তাঁকেও পার্কিং ফি চেয়ে ওই একই যুবকেরা ঘিরে ধরে এবং গাড়ি থেকে নামিয়ে মারধর করে বলে অভিযোগ। কৌশিকবাবুরা ওই ব্যক্তিকে বাঁচাতে যান। সেই সময়ে হাজির হন কয়েক জন পুলিশকর্মী। অভিযোগ, তখন ওই চিকিৎসক এক পুলিশের কলার চেপে ধরেন। এ বার পুলিশকর্মীকে বাঁচাতে কৌশিকবাবু এগিয়ে যান এবং যে ব্যক্তি কলার চেপে ধরেছিলেন তাঁকে গাড়ি নিয়ে চলে যেতে দেন।

অভিযোগ, কৌশিকবাবু গাড়ি নিয়ে বেরোতে গেলে পুলিশকর্মীরা কৌশিকবাবুকে নামিয়ে ‘তুই-তোকারি’ করে কথা বলেন। ঋদ্ধির গায়ে হাত দেওয়া হয় বলেও অভিযোগ। ঘটনাস্থলে এয়ারপোর্ট এলাকার ওসি ট্রাফিক সুকান্ত কর্মকার পৌঁছন এবং এক সবুজ গেঞ্জি পরা যুবককে গ্রেফতার করেন। অপর এক যুবককেও জি়জ্ঞাসাবাদ করা হচ্ছে।

অন্য বিষয়গুলি:

কৌশিক সেন Kaushik Sen
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE