বাবা শাহরুখ খানের থেকে ব্যবসার বুদ্ধিও নিচ্ছেন আরিয়ান খান। ছবি: সংগৃহীত।
তিনি শাহরুখ-পুত্র। তাই তাঁর থেকে অনুরাগীদের প্রত্যাশার শেষ নেই। তবে ক্যামেরার পিছনেই কাজ করতে আগ্রহী আরিয়ান খান। ইতিমধ্যেই ছবি পরিচালনার কাজে হাতেখড়ি হয়েছে তাঁর। তবে ছবির কাজের পাশাপাশি, ব্যবসায়িক ক্ষেত্রেও বাবার থেকে অনুপ্রাণিত আরিয়ান। সম্প্রতি শাহরুখের সঙ্গে জোট বেঁধে নতুন সফর শুরু করেছেন তিনি। আরিয়ান এখন পোশাকের ব্র্যান্ডের উদ্যোগপতিও।
সম্প্রতি এক সাক্ষাৎকারে আরিয়ান জানিয়েছেন, তাঁর জীবনে শাহরুখের কী কী প্রভাব রয়েছে। আরিয়ানের চোখে, ব্যবসায়িক বুদ্ধিতে তাঁর বাবা তুখোড়। শাহরুখ-পুত্রের কথায়, “মার্কেটিং বা কোনও জিনিস বিক্রি করতে যে দক্ষতা দরকার, তা আমার বাবার মধ্যে সবচেয়ে বেশি। দর্শকের সঙ্গে যোগস্থাপন করা ছাড়াও, এই দিকেও আমার বাবা খুবই বুদ্ধিমান ও দক্ষ। যে কোনও বিষয় বড় আকার নিলে কেমন হতে পারে, তা আমাদের দেখতে শিখিয়েছেন।”
বাবার জীবনযাপন নিয়েও কথা বলেন আরিয়ান। তাঁর কথায়, “অভিনয়টাই বাবার প্রধান পেশা ঠিকই। কিন্তু অন্য বিষয়, যেমন ভিএফএক্স, খেলাধুলো, ছোট পর্দা, প্রযোজনা সংস্থার ক্ষেত্রেও বাবার বিশদে জ্ঞান রয়েছে। এটাই সকলের থেকে বাবাকে আলাদা করে। আমি অভিনয়কেই প্রাথমিক ও মূল পেশা বললাম ঠিকই। কিন্তু বাবা তাঁর সবকটি কাজই সমান নিষ্ঠা সহকারে করেন। প্রত্যেকটা কাজে নিজের ১০০ শতাংশ দেন।”
সদ্য নতুন সফর শুরু হয়েছে আরিয়ানের। তাই বাবার পথই অনুপ্রেরণা জুগিয়েছে আরিয়ানকে। তাঁর কথায়, “উদ্যোগপতি ও ফ্যাশন উদ্ভাবক হিসাবে আমি উন্নত হতে চাই। প্রতিটি ছোট বিষয়ে সূক্ষ কাজ করতে চাই।” বর্তমানে শাহরুখের প্রযোজনা সংস্থার অধীনে ‘স্টারডম’ নামে একটি সিরিজ় পরিচালনা করছেন আরিয়ান। এই সিরিজ়ে অভিনয় করেছেন মনোজ পাহওয়া ও মোনা সিংহ।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy