Advertisement
০৬ জানুয়ারি ২০২৫
New Bengali Movie

নীরজের ‘খাকি’র পরেই ‘রাস’ লীলায় মত্ত দেবাশিস! বিক্রম ‘কৃষ্ণ’ হলে আমি ‘বলরাম’, দাবি তাঁর

দেবাশিস রায়ের হাতে একের পর এক কাজ। ‘রাপ্পা রায়’-এর নায়ক বদলে গেল। তাঁর সহকারী কিন্তু বদলাননি! ‘খাকি’র পরে তিনি তথাগতর ‘রাস’লীলাতেও!

‘খাকি’র পরে ‘রাস’ ছবিতে দেবাশিস রায়।

‘খাকি’র পরে ‘রাস’ ছবিতে দেবাশিস রায়। ছবি: সংগৃহীত।

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
শেষ আপডেট: ০৪ জানুয়ারি ২০২৫ ২০:৫০
Share: Save:

‘রাপ্পা রায় ও ফুলস্টপ ডট কম’ ছবির গোয়েন্দা নায়ক ‘রাপ্পা রায়’ বদলে গেলেন! গোয়েন্দার সহকারী কিন্তু যিনি ছিলেন তিনিই আছেন। শুধু তাই? তিনি নীরজ পাণ্ডের সঙ্গে কাজ করলেন। তিনি পরিচালক তথাগত মুখোপাধ্যায়ের ছবিতেও রয়েছেন। একই ভাবে তিনি আছেন বলিউডে, টলিউডেও। পাশাপাশি এ-ও বলা যেতে পারে, তিনি সিরিজ় ও সিনেমা, দুই ক্ষেত্রেই অভিনয় করছেন। তিনি অনীক দত্তের ‘অপরাজিত’ ছবিতে সত্যজিৎ রায়ের চিত্রগ্রাহক ‘সুব্রত মিত্র’ ওরফে দেবাশিস রায়। নীরজের ‘খাকি ২’ হয়ে পরিচালক ধীমান বর্মনের ‘রাপ্পা রায়’-এর সহকারীর পাশাপাশি তথাগতর আগামী ‘রাস’ ছবিতেও অন্যতম গুরুত্বপূর্ণ চরিত্রে।

আনন্দবাজার অনলাইনকে অভিনেতা বললেন, “আমি এই প্রথম পোস্টার বয়। ভাবতেই পারছি না। এক গাদা অভিনেতার সঙ্গে আমিও থাকব, এই প্রথম!” কণ্ঠে উত্তেজনার সুর স্পষ্ট। তার পরেই ফিরে গেলেন অতীতে। অনীক তাঁর ভারী চেহারার জন্যই সত্যজিতের চিত্রগ্রাহকের ভূমিকায় বেছে নিয়েছিলেন। এই ছবি তাঁকে পরিচিতি, জনপ্রিয়তা দিয়েছিল। কিন্তু বিশেষ কাজ দেয়নি! যা দেবাশিস পরে একাধিক সাক্ষাৎকারে আফসোস করেছেন। প্রায় এক বছর হাত গুটিয়ে বসে থাকা। তার পরেই তথাগতর ‘পারিয়া’ ছবিতে সুযোগ। সেখানে তিনি নায়ক বিক্রমের ডান হাত ‘লাট্টু’। এই ছবিই কিন্তু ভাগ্য বদলে দিয়েছে দেবাশিসের।

অভিনেতা সে কথা কৃতজ্ঞচিত্তে মেনে নিয়েছেন। বলেছেন, “তথাদা আমাকে নবজন্ম দিয়েছেন। ওঁর ছবিতে খুব মজার কিন্তু ভীষণ চেনা চরিত্রে আমি। লোকে এই চরিত্রেও আমাকে ভালবেসেছেন।” তার পরেই বলিউড থেকে ডাক। এ বার তিনি নীরজ পাণ্ডের ‘খাকি: দ্য বেঙ্গল চ্যাপ্টার’-এ এক ডনের ডান হাত! চরিত্রের পাশাপাশি কাজের দুনিয়াতেও বড় বদল? দেবাশিসের দাবি, “শুনতে মধুর বাস্তবে বেদনার!” কেন? তিনি জানিয়েছেন, বলিউড থেকে ডাক পাওয়ার পর সত্যিই তিনি মেঘমুলুকে পৌঁছে গিয়েছিলেন। কলকাতার তৎকালীন দুই ডনের গল্প। এক ডনের চরিত্রে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। অন্য জন হৃত্বিক বিশ্বাস। তিনি দ্বিতীয় জনের দলে। শুটিং শুরু হওয়ার পরে বাড়িতে বিপদের মুখোমুখি। গায়ে ফুটন্ত গরম জল ছিটকে গিয়ে সারা গায়ে বড় বড় ফোস্কা! “ওই নিয়ে টানা শুটিং করেছি”, বললেন দেবাশিস।

তথাগতর আগামী ছবিতে পুরনো কলকাতার একান্নবর্তী পরিবারের গল্প। ইতিমধ্যেই ছবির নায়ক-নায়িকা বিক্রম চট্টোপাধ্যায়-দেবলীনা কুমারের সাজ প্রকাশ্যে। ছবির নামের সঙ্গে নাম মিলিয়ে নায়কের মাথায় শ্রীকৃষ্ণের মতো মুকুট। একই ভাবে দেবাশিসের মাথাতেও! অভিনেতা ‘রাস’লীলায় মত্ত? প্রসঙ্গ তুলতেই হো হো হাসি। বললেন, “বিক্রম শ্রীকৃষ্ণ হলে আমি বলরাম!” জানালেন, পুরোটাই রসিকতা। ছবিতে তিনি বিক্রমের পরিবারের এক জন। আপাতত এর বেশি কিছু বলতে মানা।

অন্য বিষয়গুলি:

Rash Khakee:The Bengal Chapter Debasish Roy
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy