‘গৃহপ্রবেশ’ ধারাবাহিকে ঊষসী রায়, সুস্মিতা মুখোপাধ্যায়। ছবি: ফেসবুক।
বাংলা ছোট পর্দায় ‘শাহরুখ খান-কাজল’! এবং আবারও ‘ডিডিএলজে’ মুহূর্ত! সেই দৃশ্যের অবতারণা, যেখানে ঠান্ডায় জমে গিয়ে নায়িকা মদ্যপান করে বেসামাল। তাঁকে সামলাতে গিয়ে নায়কের গলদঘর্ম। এমন রসায়নের পুনরাবৃত্তি রাজ চক্রবর্তীর নতুন ধারাবাহিক ‘গৃহপ্রবেশ’-এ। সদ্য সেই দৃশ্যের সম্প্রচার হয়েছে।
এ সব সত্যি? বলিউডের দুই তারকা কী ভাবে বাংলা ধারাবাহিকে! ভাইরাল ঝলক বলছে, ‘দিলওয়ালে দুলহনিয়া লে যায়েঙ্গে’র সেই কালজয়ী দৃশ্যের পুনর্নিমাণ হয়েছে। নায়ক-নায়িকা সুস্মিত মুখোপাধ্যায়-ঊষসী রায়। বিদেশে মধুচন্দ্রিমায় শীতের হাত থেকে বাঁচতে ঊষসী অজান্তে মদ্যপান করেছেন। তার পরেই তিনি যেন বড় পর্দার কাজল! এলোমেলো পদক্ষেপ, বেঞ্চের উপরে উঠে উচ্ছ্বল! নায়ক কোনও মতে তাঁকে ধরে নামাতেই তিনি হাওয়ায় আঁচল উড়িয়ে ছুটে গিয়েছেন অন্য প্রান্তে। কেবল ‘জ়রা সা ঝুম লু ম্যায়’ গানটারই অভাব! অনুরাগীরাও নাকি দৃশ্য দেখে বলিউডি ছবির মিল পেয়েছেন।
বিশেষ দৃশ্যে অভিনয় করতে করতে নিজেকে কি তেমনই মনে হয়েছে অভিনেত্রীরও?
ঊষসীর কথায়, “অভিনয়ের সময় অত কিছু মাথা থাকে না। তখন কেবল অভিনয়টাই করে যাই। না হলে ঠিক ভাবে চরিত্র ফোটাতে পারব না। তবে অনেকে এ রকম বলছেন শুনলাম।” তিনি নিজে অবশ্য কোনও ছবির দৃশ্যের সঙ্গে মিল খুঁজে পাননি। তাঁর মতে, পর্দায় যা দেখানো হয় তার অনেক কিছু বাস্তবেও ঘটে। সেই সব ঘটনা প্রতিফলিত হয় বলেই অনেকের অনেক দৃশ্য সিনেমার মতো মনে হয়। দৃশ্যে সুস্মিতের কোলে চড়তে হয়েছে তাঁকে। প্রসঙ্গ তুলতেই মৃদু হেসে জবাব দিয়েছেন, “উঁহু! নায়কের কোনও কষ্ট হয়নি। অভিনয়ের দৌলতে অনেক বার অনেকের কোলে চড়তে হয়েছে। প্রত্যেকে শংসাপত্র দিয়েছেন, আমি পাখির মতো হালকা!”
টেলিপাড়া বলছে, ছোট পর্দায় বড় পর্দার ছায়া নতুন নয়। এর আগেও একাধিক বার জনপ্রিয় হিন্দি বা বাংলা ছবির টুকরো দৃশ্যের পুনর্নিমাণ হয়েছে ধারাবাহিকে। দর্শক চাহিদা মেনে? না কি টিআরপি বাড়ানোর জন্য?
শট দিতে দিতে উত্তর দিলেন ঊষসী, “চিত্রনাট্য চায় বলে। নায়ক-নায়িকা পর্দায় প্রেম করবেন অথচ রোম্যান্টিক দৃশ্য থাকবে না, এটা হতে পারে না। তাই এই ধরনের দৃশ্যের অবতারণা। এর মধ্যে টিআরপি-র গল্প খুঁজতে গেলে মুশকিল।” একটু থেমে এ-ও জানিয়ে দিলেন, এর জন্য নায়িকাকে নায়কের সঙ্গে আলাদা করে বন্ধুত্বও পাতাতে হয় না। সবটাই অভিনয়...
– কথা ফুরতেই শেষে জোরে হেসে উঠলেন ঊষসী।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy