Advertisement
১৯ ডিসেম্বর ২০২৪
Ayushman Khurrana

মঞ্চে এসে পড়ল টাকার বান্ডিল! প্রকাশ্যে মেজাজ হারিয়ে কী করলেন আয়ুষ্মান?

‘ভিকি ডোনর’ ছবির জনপ্রিয় গান ‘পানি দা’ গাওয়ার পর বিরতির প্রস্তুতি নিচ্ছিলেন আয়ুষ্মান। তখনই এক অনুরাগী মঞ্চের দিকে ছুড়ে দেন ডলার।

Actor Ayushman Khurrana lost his cool when a fan threw a bundle of money on stage

মঞ্চে মেজাজ হারিয়ে কী করলেন আয়ুষ্মান খুরানা? ছবি: সংগৃহীত।

আনন্দবাজার অনলাইন ডেস্ক
কলকাতা শেষ আপডেট: ১৮ নভেম্বর ২০২৪ ১৯:৩১
Share: Save:

অনুষ্ঠানের চলাকালীন মঞ্চেই মেজাজ হারালেন আয়ুষ্মান খুরানা। অভিনয়ের সঙ্গে তাঁর কণ্ঠেরও অনুরাগী অসংখ্য। সম্প্রতি নিজের গানের দল ‘আয়ুষ্মান ভব’ নিয়ে আমেরিকায় অনুষ্ঠান করতে গিয়েছিলেন তিনি। সেখানেই এক অনুরাগীর কাণ্ডে চটে যান অভিনেতা তথা গায়ক।

আয়ুষ্মানের এই অনুষ্ঠান ছিল ১৬ নভেম্বর, শনিবার। মঞ্চে গান গাইতে ওঠেন তিনি। মুহূর্তে তাঁর গানের মূর্ছনায় মেতে ওঠেন শ্রোতারা। ‘ভিকি ডোনর’ ছবির জনপ্রিয় গান ‘পানি দা’ গাওয়ার পর বিরতির প্রস্তুতি নিচ্ছিলেন আয়ুষ্মান। তখনই এক অনুরাগী মঞ্চের দিকে ছুড়ে দেন ডলার। গায়ক-অভিনেতাকে উৎসাহ দিতেই এই কাণ্ড তাঁর। কিন্তু এই দেখে চটে যান আয়ুষ্মান। ঘটনার আকস্মিকতায় তাৎক্ষণিক মেজাজ হারালেও পরক্ষণেই নম্র ভাবে এমন কাজ না করার অনুরোধ জানান তিনি।

বিরতি নিতে গিয়েও ফিরে আসেন আয়ুষ্মান। হাতে মাইক নিয়ে অভিনেতা বলেন, “পাজি, এমন করবেন না দয়া করে। এ সব না করে আপনি দান করে দিন বরং অথবা অন্য কিছু করুন অনুগ্রহ করে। আমি আপনাকে খুব ভালবাসি। আপনার যথেষ্ট সম্মান রয়েছে। তাই দানছত্র খুলে এই কাজটা করুন। কাউকে না দেখিয়ে, কাউকে না বলে এই অর্থ দান করে দিন। আমি এই টাকা দিয়ে কী করব বলুন?”

আয়ুষ্মানের এই মন্তব্যে করতালিতে ভরিয়ে দেন শ্রোতারা। ফের গান শুরু করেন অভিনেতা তথা গায়ক। সমাজমাধ্যমেও আয়ুষ্মানের এই বক্তব্য ছড়িয়ে পড়েছে এবং প্রশংসিত হচ্ছে। ছড়িয়ে পড়া ভিডিয়ো দেখে এক নেটাগরিক লিখেছেন, “লাইভ অনুষ্ঠানে এমন অসম্মানজনক কাণ্ড দেখে সত্যিই খুব খারাপ লাগছে। গান না শুনে অনুরাগী টাকার বান্ডিল ছুড়ছে! গানে কোনও মন নেই এদের। নিজের অর্থের বহর দেখাতে এসেছে। কোনও রুচি নেই।”

অন্য বিষয়গুলি:

Ayushmann Khurrana Ayushman Bharat Bollywood
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy