Advertisement
১৯ ডিসেম্বর ২০২৪
Swara Bhasker

ঝাঁসির অগ্নিকাণ্ডে শিশুদের মর্মান্তিক পরিণতির পরে রোড শো! যোগী আদিত্যনাথকে তোপ স্বরার

ঝাঁসির ঘটনায় ত্রস্ত গোটা দেশ। কী ভাবে সরকারি হাসপাতালে এমন ঘটতে পারে, তা নিয়ে প্রশ্ন উঠছে বিভিন্ন মহলে। শোনা যাচ্ছে, শর্ট সার্কিটের ফলে এই অগ্নিকাণ্ড।

Swara Bhasker slams Yogi Adityanath for his roadshow after the tragic incident in Jhansi hospital

যোগী আদিত্যনাথকে কটাক্ষ স্বরা ভাস্করের। ছবি: সংগৃহীত।

আনন্দবাজার অনলাইন ডেস্ক
কলকাতা শেষ আপডেট: ১৮ নভেম্বর ২০২৪ ১৮:০৭
Share: Save:

ঝাঁসির হাসপাতালের অগ্নিকাণ্ড নিয়ে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন স্বরা ভাস্কর। সম্প্রতি ঝাঁসির মহারানি লক্ষ্মীবাঈ মেডিক্যাল কলেজের অগ্নিকাণ্ডের ঘটনা নাড়িয়ে দিয়েছে গোটা দেশকে। ১০ সদ্যোজাত প্রাণ হারিয়েছে এই সরকারি হাসপাতালে। এই ঘটনার পরেই যোগী আদিত্যনাথের রোড শোয়ের ভিডিয়ো দেখে তোপ দাগলেন স্বরা।

হাসপাতালের এই বিভাগে ছিল ৫৫ জন শিশু। আগুন লাগার পরে ৪৫ জন শিশুকে উদ্ধার করা গেলেও বাকি ১০ শিশুকে প্রাণ হারাতে হয়। স্বরা তাঁর এক্স হ্যান্ডলে লিখেছেন, “১০ জন সদ্যোজাত জীবন্ত পুড়ে গেল ঝাঁসির সরকারি হাসপাতালে। আর এর জন্য সরকারে যারা দায়ী, তারা রাস্তায় নেচে বেড়াচ্ছে। মানুষের বোধহয় এই সব অভ্যাস হয়ে গিয়েছে। ভারতীয় সমাজ তার ঔদাসীন্যের জন্য পচে যাচ্ছে। কিচ্ছু বলার নেই।”

ঝাঁসির ঘটনায় ত্রস্ত গোটা দেশ। কী ভাবে সরকারি হাসপাতালে এমন ঘটতে পারে, তা নিয়ে প্রশ্ন উঠছে বিভিন্ন মহলে। শোনা যাচ্ছে, শর্ট সার্কিটের ফলে এই অগ্নিকাণ্ড। আগে থেকে কেন সতর্কতা ও সাবধানতা অবলম্বন করা হয়নি, তা নিয়ে নিন্দা হচ্ছে বিভিন্ন মহলে। যদিও অগ্নিকাণ্ডের ঘটনা কী ভাবে ঘটল, তার জন্য তদন্ত জারি রয়েছে।

সমাজমাধ্যমে রাজনৈতিক ও সামাজিক বিষয় নিয়ে সক্রিয় মতামত রাখেন স্বরা। সে জন্য বার বার নিন্দকদের রোষানলেও পড়তে হয়েছে অভিনেত্রীকে। ভিন্‌ধর্মে বিয়ে করেও ট্রোলড হয়েছিলেন তিনি। সিএএ বিরোধী আন্দোলন থেকে সমাজবাদী পার্টির যুবনেতা ফাহাদ আহমেদের সঙ্গে আলাপ হয় স্বরার। তার পর প্রেম ও বিয়ে। স্পষ্ট মতামত ও ভিন্‌ধর্মে বিয়ের জন্য নাকি আজকাল সেই ভাবে তাঁর কাছে কাজের প্রস্তাবও আসে না। সাক্ষাৎকারে নিজেই সে কথা জানান অভিনেত্রী।

অন্য বিষয়গুলি:

Swara Bhasker Yogi Adityanath
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy