Advertisement
১৯ ডিসেম্বর ২০২৪
Nimrat Kaur

অভিষেকের সঙ্গে জড়িয়েছে নাম! তার মাঝেই নিজের সুপ্ত প্রতিভা প্রকাশ্যে আনলেন নিমরত

‘দসভি’ ছবির সময় থেকে তাঁর নাকি অভিষেকের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ে। আর তার জেরেই অভিষেক-ঐশ্বর্যার দাম্পত্যে দূরত্ব। এই জল্পনার মধ্যেই প্রকাশ্যে এল নিমরতের সুপ্ত প্রতিভা।

Nimrat Kaur shares a video on her social meia and netizens are impressed

অভিষেককে নিয়ে গুঞ্জনের মধ্যেই প্রকাশ্যে নিমরতের নতুন প্রতিভা। ছবি: সংগৃহীত।

আনন্দবাজার অনলাইন ডেস্ক
কলকাতা শেষ আপডেট: ১৮ নভেম্বর ২০২৪ ১৬:৪৯
Share: Save:

এই মুহূর্তে চর্চায় নিমরত কৌর। নেটপাড়ায় চলছে তাঁকে নিয়ে বিস্তর আলোচনা। অভিষেক বচ্চনের সঙ্গে নাম জড়ানোয় নিমরত এখন নেটাগরিকের কাছে খুবই চেনা মুখ। যদিও তাঁর পরিচয় শুধু এটা নয়। ‘লাঞ্চবক্স’-এর মতো ছবিতে অভিনয় করে প্রশংসা পেয়েছিলেন নিমরত। সেই সময় নেটপাড়ার চর্চার প্রথম সারিতে না এলেও, অভিনেত্রী হিসাবে নিজেকে প্রমাণ করেছিলেন। তবে শুধু অভিনয় নয়। আরও একটি গুণের অধিকারী তিনি।

‘দসভি’ ছবির সময় থেকে তাঁর নাকি অভিষেকের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ে। আর তার জেরেই অভিষেক-ঐশ্বর্যার দাম্পত্যে দূরত্ব। এই জল্পনার মধ্যেই প্রকাশ্যে এল নিমরতের সুপ্ত প্রতিভা। নিজেই সমাজমাধ্যমে সেই প্রতিভা তুলে ধরেছেন অভিনেত্রী। লতা মঙ্গেশকর ও তালাত আজিজ়ের গান ‘ফির চিড়ি রাত বাত ফুলো কি’ গানটি গাইলেন নিমরত। সেই গানের ভিডিয়ো সমাজমাধ্যমে ভাগ করে তিনি লেখেন, “মাঝখানে গানের কথা ভুলে গিয়েছিলাম। এই গান আমার চিরকালের পছন্দের।”

নিমরত এই গান পোস্ট করতেই মুগ্ধ তাঁর অনুরাগীরা। এমনকি অভিনেত্রী পরিণীতি চোপড়া পর্যন্ত মন্তব্য করেছেন, “খুব সুন্দর”। এক নেটাগরিকের কথায়, “আপনি যে এত সুন্দর গাইতে পারেন, জানতাম না। খুব ভাল লাগল।” সমাজমাধ্যমে সক্রিয় নিমরত। কিছু দিন আগেই গুরু নানক জয়ন্তীতে স্বর্ণমন্দির থেকে ছবি ভাগ করে নেন তিনি। সঙ্গে লিখেছিলেন, “আমার খুব গর্ববোধ হয়। মানবিকতার চেয়ে বড় পরিষেবা আর হয় না।”

নিমরতকে শেষ দেখা গিয়েছে ওটিটি প্ল্যাটফর্মের ছবি ‘সজনি শিন্দে কি ভাইরাল ভিডিয়ো’ ছবিতে। এই ছবিতে নিমরত ছাড়াও ছিলেন রাধিকা মদন। আগামীতে অক্ষয় কুমার ও সারা আলি খানের সঙ্গে ‘স্কাই ফোর্স’ ছবিতে দেখা যাবে তাঁকে।

অন্য বিষয়গুলি:

Nimrat Kaur
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy