‘তারে জমিন পর’ ছবির দৃশ্য। ফাইল ছবি।
জনপ্রিয় বলিউড গান ‘তারে জমিন পর’-এর সঙ্গে মিশে গেল ব্রিটিস রক ব্যান্ড ‘কোল্ডপ্লে’-এর ‘প্যারাডাইস’ গানটি। সৌজন্যে ‘পেন মশালা’। নেটাগরিকরা তো বটেই, সেই নতুন ম্যাসআপ মন জিতল ‘তারে জমিন পর’ ছবির কেন্দ্রীয় চরিত্র আমির খানেরও।
‘পেন মশালা’ একটি জনপ্রিয় মার্কিন মিউজিক দল। পেনসিলভেনিয়া বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা ১৯৯৬-এ তৈরি করেছিল এই ব্যান্ড। হিন্দি গানের সঙ্গে পশ্চিমী সঙ্গীতের মেলবন্ধন ঘটিয়ে নতুন গান তৈরি করেন তাঁরা। তাঁদের হাত ধরেই নতুন রূপ পেয়েছে ‘তারে জমিন পর’।
সেই ভিডিয়ো নিজেদের ইউটিউব অ্যাকাউন্ট থেকে শেয়ার করেছেন তাঁরা। সেখানে স্কুলের ছাত্র-ছাত্রীদেরও তাল মেলাতে দেখা যাচ্ছে ওই নতুন গানের সঙ্গে। ভিডিয়োটি লকডাউনের আগে তৈরি করা হয়েছিল। কিন্তু সম্প্রতি তা আপলোড করা হয়েছে সোশ্যাল মিডিয়ায়। দেখুন সেই ভিডিয়ো—
‘পেন মশালা’র নতুন ভিডিয়ো মনে ধরেছে আমিরেরও। তিনি ভিডিয়োর লিঙ্ক শেয়ার করে লিখেছেন, ‘আমাদের গানের সুন্দর এই ভার্সনটি শুনলাম। দেখুন এটি। পেন মশালা তোমরা দারুণ কাজ করেছ। ধন্যবাদ’। পেন মশালাও আমিরকে ধন্যবাদ জানিয়েছেন তাঁদের সৃষ্টির প্রশংসা করার জন্য। তাঁরা যে আমিরের ভক্ত সে কথাও জানাতে ভোলেননি। দেখুন সেই টুইট—
Thank you sir @aamir_khan 🙏🏽 We are humbled and appreciate it very much! We’re all huge fans! https://t.co/r10XVB4G7e
— Penn Masala (@PennMasala) October 15, 2020
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy