Advertisement
E-Paper

ফের মা হচ্ছেন ইলিয়ানা! বছরের শুরুতেই দ্বিতীয় সন্তানের ইঙ্গিত দিলেন?

মে মাসের জন্য পোষ্য মার্জারের ছবি ভাগ করে নিয়েছেন। নানা আদুরে মুহূর্ত সেপ্টেম্বর পর্যন্ত। অক্টোবর মাসের ঝলকে দেখা যাচ্ছে ইলিয়ানার হাতে ‘প্রেগন্যান্সি টেস্ট কিট’।

A new post of Ileana D’Cruz hints that that the actress is pregnant for the second time

ইলিয়ানা ফের মা হচ্ছেন! ছবি: সংগৃহীত।

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ০১ জানুয়ারি ২০২৫ ১৬:৫০
Share
Save

নতুন বছরের প্রথম দিনই সুখবর দিলেন ইলিয়ানা ডি’ক্রুজ়। দ্বিতীয় বার মা হতে চলেছেন অভিনেত্রী? বুধবার সকাল সকাল এমনই ইঙ্গিত দিলেন তিনি। ২০২৪ সালের বারোটা মাস কেমন কেটেছে, তার সম্মিলিত ঝলক সমাজমাধ্যমে ভাগ করে নিলেন ইলিয়ানা। বছরের অধিকাংশ মাসই কেটেছে প্রথম সন্তানকে নিয়ে। কিন্তু নেটাগরিকের চোখ আটকেছে অক্টোবর মাসে।

জানুয়ারি থেকে এপ্রিল মাস পর্যন্ত ভেসে উঠেছে প্রথম সন্তান কোয়ার ছবি। মে মাসের জন্য পোষ্য মার্জারের ছবি ভাগ করে নিয়েছেন। এমনই নানা আদুরে মুহূর্ত সেপ্টেম্বর পর্যন্ত। অক্টোবর মাসের ঝলকে দেখা যাচ্ছে ইলিয়ানার হাতে ‘প্রেগন্যান্সি টেস্ট কিট’। সেখানেই অভিনেত্রীর আবেগঘন অভিব্যক্তি দেখে নেটাগরিকের অনুমান, ফের মা হচ্ছেন ইলিয়ানা। তবে ইলিয়ানা নিজে জানাননি, তিনি অন্তঃসত্ত্বা কি না।

এক নেটাগরিক লিখেছেন, “আপনি কি আবার অন্তঃসত্ত্বা? অক্টোবরেই আপনি সুখবর পেয়েছেন, মনে হচ্ছে। অনেক শুভেচ্ছা।” আর এক নেটাগরিকের কথায়, “আপনাকে অনেক শুভেচ্ছা। আপনি দ্বিতীয় বারের জন্য মা হতে চলেছেন।”

মাইকেল ডোলানকে বিয়ে করেছেন ইলিয়ানা। ২০২৩-এর অগস্ট মাসে তাঁদের কোলে আসে পুত্রসন্তান কোয়া। ২০২৪-এ পুত্রের জন্মদিন পালনও করেন তাঁরা। সেই উপলক্ষে একগুচ্ছ ছবিও ভাগ করে নেন অভিনেত্রী।

ইলিয়ানা যখন প্রথম মা হওয়ার খবর প্রকাশ্যে এনেছিলেন, অনেকেই চমকে উঠেছিলেন। তখন কেউই ইলিয়ানার স্বামী মাইকেল ডোনালের কথা জানতেন না। কিন্তু পরে নিজেই মাইকেলের কথা প্রকাশ্যে আনেন। ইলিয়ানাকে শেষ দেখা গিয়েছে ‘তেরা কেয়া হোগা লাভলি’ ও ‘দো অউর দো পেয়ার’ ছবিতে। আগামীতে ছোট পর্দার এক সিরিজ়ে দেখা যাবে তাঁকে।

Ileana D'Cruz Bollywood

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy

{-- Slick slider script --}}