Advertisement
০৪ জানুয়ারি ২০২৫
Entertainment News

আরিয়ানের আকণ্ঠ মদ্যপান, টলমল পায়ে ‘ধপাস’ মৌনী! বর্ষবরণের রাতে বলিউডের নিশিযাপন

২০২৪-কে বিদায় জানিয়ে নতুন বছরকে স্বাগত জানানোর মুহূর্তে অনেকেরই চোখ হয়েছে ঝাপসা আর পা টলমল। বাদ নেই বলিউডও।

Aaryan Khan got drunk and Mouni Roy fell down at New year’s party

বর্ষবরণের রাতে কী করলেন আরিয়ান ও মৌনী? ছবি: সংগৃহীত।

আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ০১ জানুয়ারি ২০২৫ ১৫:৫৯
Share: Save:

ঘুরেই চলেছে পৃথিবী, তার মাথা ঘোরে না। মানুষ অবশ্য এই ঘোরাকে আহ্নিক-বার্ষিকে ভেঙেছে। উদ্‌যাপনে মেতে ওঠার নানা অজুহাত তৈরি হয়েছে।

সেই নিয়ম মেনে মঙ্গলবার মাঝরাতে ২০২৪-কে বিদায় জানিয়ে নতুন বছর ২০২৫-কে স্বাগত জানিয়েছে গোটা বিশ্বের মানুষ। এই উদ্‌যাপনে অনেকেরই চোখ হয়েছে ঝাপসা আর পা টলমল। বাদ নেই বলিউডও। বি-টাউনের তারকারাও মদ, মাংস ও আলোর সমারোহে কাছে টেনে নিয়েছে নতুন বছরকে। তবে কারও কারও বর্ষবরণের হুল্লোড় হয়েছে বাঁধভাঙা। সেই বাঁধ ভাঙতে গিয়ে কেউ ভূপতিত, কেউ আবার টাল সামলাতে না পেরে বন্ধুর কাঁধেই আশ্রয় খুঁজে নিয়েছেন।

বর্ষবরণের রাতে স্বামী সুরজ নাম্বিয়ারের সঙ্গে পার্টি করতে গিয়েছিলেন মৌনী রায়। সঙ্গে ছিলেন প্রিয় বান্ধবী দিশা পাটানিও। সেই জমায়েত থেকে বেরোনোর সময়েই কাণ্ড ঘটালেন মৌনী। পিঠখোলা চামড়ার পোশাক তাঁর উরু আঁকড়ে বসেছিল। পায়ে হিলতোলা জুতো। স্বামীর হাত ধরে রেস্তরাঁ থেকে বেরোতেই পড়ে গেলেন রাস্তায়। তাঁদের গাড়ি তখন বেশ খানিকটা দূরে। কোনও মতে তাঁকে টেনে তুললেন সুরজ। স্বামীর হাতে ভর রেখেই টলমল পায়ে এগিয়ে গেলেন মৌনী। মুখের অভিব্যক্তিই বলে দেয়, মৌনী যেন তাঁর কল্পনার দুনিয়ায় ঘুরপাক খাচ্ছেন। বর্ষশেষের হুল্লোড় বলে কথা!

প্রায় একই অবস্থা বাদশাহ শাহরুখ-পুত্র আরিয়ান খানের। তিনিও নিজের বন্ধুদের সঙ্গে পার্টিতে মত্ত ছিলেন। মধ্যরাতে মুম্বই শহরের এক নাইটক্লাব থেকে বেরোতে দেখা যায় তাঁকে। মাথা নীচু করে বেরোচ্ছিলেন শাহরুখ-পুত্র। পা পড়ছে বেতালে। ভিডিয়োয় স্পষ্ট, আকণ্ঠ মদ্যপান করে রয়েছেন আরিয়ান। কোনও মতে মাটির দিকে তাকিয়ে পা ফেলছেন তিনি। এ দিক থেকে ও দিক হলেও তিনি পড়ে যেতে পারেন। তবে সে দিকে লক্ষ্য ছিল নিরাপত্তারক্ষীদের। ফলে নির্বিঘ্নে গাড়ি পর্যন্ত পৌঁছে যান তিনি। আরিয়ানের পিছন পিছন বেরোন তাঁর মদ্যপ বন্ধুরা। তাঁরাও তাল মিলিয়ে ডান পা-বাঁ পা ফেলতে পারেননি কেউ, ভিডিয়োয় তেমনই দেখা গিয়েছে।

অন্য বিষয়গুলি:

New Year 2025 Aryan Khan Mouni Roy
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy