বেসিলের নয়ডার দফতর এবং এফএসএসএআই-এর দিল্লির দফতর। ছবি: সংগৃহীত।
ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ড অথোরিটি অফ ইন্ডিয়ার জন্য কর্মী প্রয়োজন। এই মর্মে ব্রডকাস্ট ইঞ্জিনিয়ারিং কনসালট্যান্টস ইন্ডিয়া লিমিটেডের তরফে নিয়োগ করা হবে। চুক্তির ভিত্তিতে ডেটা এন্ট্রি অপারেটর / জুনিয়র অ্যাসিস্ট্যান্ট, মাল্টি-টাস্কিং স্টাফ পদে কাজ করতে হবে। শূন্যপদ তিনটি।
ডেটা এন্ট্রি অপারেটর / জুনিয়র অ্যাসিস্ট্যান্ট হিসাবে কম্পিউটার সায়েন্স কিংবা ইনফরমেশন টেকনোলজি বিষয়ে স্নাতক হয়েছেন, এমন ব্যক্তিদের আবেদন গ্রহণ করা হবে। তবে এ ক্ষেত্রে তাঁদের অন্তত এক বছর কেন্দ্রীয় সংস্থা কিংবা এফএসএসএআই অনুমোদিত ফুড ল্যাবরেটরিতে কাজের অভিজ্ঞতা থাকা প্রয়োজন। মাসিক পারিশ্রমিক ২৯,৮৫০ টাকা।
মাল্টি টাস্কিং স্টাফ হিসাবে দশম উত্তীর্ণ ব্যক্তিকে নিয়োগ করা হবে। তাঁর খাদ্যের নমুনা রক্ষণাবেক্ষণের কাজের অন্তত এক বছরের অভিজ্ঞতা থাকা প্রয়োজন। মরাঠি এবং হিন্দি ভাষায় সাবলীল হওয়া আবশ্যক। মাসিক পারিশ্রমিক ২৭ হাজার টাকা।
উল্লিখিত পদে আবেদনকারীদের বয়স ৫৫ বছরের মধ্যে হওয়া আবশ্যক। নিযুক্তদের মুম্বইয়ের দফতরে কাজ করতে হবে। আগ্রহীদের অনলাইনে আবেদনপত্র জমা দিতে হবে। এর জন্য বেসিলের ওয়েবসাইটে গিয়ে মূল বিজ্ঞপ্তিটি দেখে নিতে হবে। আবেদনের জন্য ৩০ জুলাই পর্যন্ত পোর্টাল চালু রাখা হবে।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy