সিকিম বিশ্ববিদ্যালয়ে কর্মী প্রয়োজন। বিশ্ববিদ্যালয়ের তরফে প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, ইন্ডিয়ান কাউন্সিল অফ সোশ্যাল সায়েন্স রিসার্চের অর্থপুষ্ট প্রকল্পে কাজের জন্য রিসার্চ অ্যাসিস্ট্যান্ট এবং ফিল্ড ইনভেস্টিগেটর নিয়োগ করা হবে। মোট শূন্যপদ দু’টি।
রিসার্চ অ্যাসিস্ট্যান্ট হিসাবে সোশ্যাল সায়েন্সেস, এনভায়রনমেন্টাল সায়েন্সেস, অ্যাপ্লায়েড জিয়োলজি বিষয়ে স্নাতকোত্তর যোগ্যতা অর্জন করেছেন, এমন ব্যক্তিরা আবেদনের সুযোগ পাবেন। এ ক্ষেত্রে তাঁদের ন্যাশনাল এলিজিবিলিটি টেস্ট (নেট) উত্তীর্ণ হতে হবে, কিংবা এমফিল থাকতে হবে। জলের উৎস সম্পর্কিত বিষয়ে পূর্বে গবেষণার অভিজ্ঞতা এবং উল্লিখিত বিষয়ের মধ্যে যে কোনও একটি পিএইচডি ডিগ্রি থাকলে নিয়োগে অগ্রাধিকার মিলবে। নিযুক্তের জন্য প্রতি মাসের পারিশ্রমিক হিসাবে ৩৭ হাজার টাকা বরাদ্দ করা হয়েছে। পদের মেয়াদ তিন মাস।
আরও পড়ুন:
ফিল্ড অ্যাসিস্ট্যান্ট পদে সোশ্যাল সায়েন্সেস, এনভায়রনমেন্টাল সায়েন্সেস, অ্যাপ্লায়েড জিয়োলজি বিষয়ে স্নাতকোত্তর যোগ্যতা অর্জন করেছেন, এমন ব্যক্তিরা আবেদন করতে পারবেন। এ ক্ষেত্রে স্নাতকোত্তর স্তরে ন্যূনতম ৫৫ শতাংশ নম্বর থাকা প্রয়োজন। নিযুক্ত ব্যক্তি প্রতি মাসের পারিশ্রমিক হিসাবে ২০ হাজার টাকা পাবেন। পদের মেয়াদ দু’মাস।
ইমেল মারফত আবেদনপত্র জমা দিতে হবে। আবেদনের শেষ দিন ১৩ মার্চ। বাছাই করা প্রার্থীদের নিয়ে মার্চের তৃতীয় সপ্তাহে অনলাইনে ইন্টারভিউ শুরু হবে। এই বিষয়ে আরও জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখে নিতে পারেন।