চার বছরের ইন্টিগ্রেটেড টিচার এডুকেশন প্রোগ্রামে ভর্তি হতে চান? এর জন্য পাশ করতে হবে ন্যাশনাল কমন এন্ট্রান্স টেস্ট-এ। ২৯ এপ্রিল চলতি বছরের পরীক্ষা নেওয়া হবে। ইতিমধ্যেই শুরু হয়েছে আবেদনের প্রক্রিয়া।
কম্পিউটার বেসড টেস্ট (সিবিটি)-র মাধ্যমে ইংরেজি, হিন্দি, বাংলা-সহ ১৩টি ভাষায় পরীক্ষা নেওয়া হবে। দ্বাদশ শ্রেণির পাঠ্যক্রম থেকে প্রশ্ন থাকছে। মোট চারটি ভাগে পরীক্ষা সম্পূর্ণ হবে। এ ক্ষেত্রে ১৮১টি প্রশ্নের মধ্যে ১৬০টি প্রশ্নের উত্তর দেওয়া বাধ্যতামূলক।
আরও পড়ুন:
সংশ্লিষ্ট পরীক্ষাটি উচ্চ মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় উত্তীর্ণরা দিতে পারবেন। আবেদনেকারীদের বয়সের কোনও ঊর্ধ্বসীমা নেই। পরীক্ষা সকাল ৯টা থেকে বেলা ১২টা এবং বিকেল ৩টে থেকে সন্ধ্যে ৬টা পর্যন্ত দু’টি শিফটে নেওয়া হবে।
উল্লিখিত পরীক্ষায় উত্তীর্ণরা ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি (আইআইটি), ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজি (এনআইটি), রিজ়িওনাল ইনস্টিটিউট অফ এডুকেশন (আরআইই) এবং সরকারি কলেজের ইন্টিগ্রেটেড টিচার এডুকেশন প্রোগ্রামে ভর্তি হওয়ার সুযোগ পাবেন।
এই রাজ্যের ন’টি কেন্দ্র এবং দেশের মোট ১৭৮টি কেন্দ্র থেকে পরীক্ষা দেওয়ার সুযোগ থাকছে। প্রার্থীরা যে কোন দু’টি কেন্দ্র বেছে নিতে পারবেন। আবেদনের শেষ দিন ১৬ মার্চ। তথ্য সংশোধনের জন্য ১৮ মার্চ থেকে ১৯ মার্চ পর্যন্ত পোর্টাল চালু থাকবে। এই বিষয়ে আরও জানতে ন্যাশনাল টেস্টিং এজেন্সি (এনটিএ) কিংবা ন্যাশনাল কাউন্সিল ফর টিচার এডুকেশনের ওয়েবসাইটটি দেখে নিতে পারেন।