কর্মী নিয়োগ করা হবে ইন্দিরা গান্ধী জাতীয় মুক্ত বিশ্ববিদ্যালয় (ইগনু)-এ। সম্প্রতি এমনটা জানিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে। জানানো হয়েছে, বিশ্ববিদ্যালয়ের একটি সেন্টারের জন্য এই নিয়োগ। এই মর্মে আগেও বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছিল বিশ্ববিদ্যালয়ের এ বার চুক্তিভিত্তিক এই নিয়োগের জন্য আবেদনের সময়সীমা বাড়ানো হল বিশ্ববিদ্যালয়ের তরফে। এর জন্য আগ্রহীদের থেকে অফলাইনে আবেদনপত্র গ্রহণ করা হচ্ছে।
বিশ্ববিদ্যালয়ের ইলেক্ট্রনিক মিডিয়া প্রোডাকশন সেন্টারের জন্য এই নিয়োগ। নিয়োগ হবে কনসালট্যান্ট (ভিডিয়ো এডিটিং) পদে। মোট শূন্যপদ দু’টি। সংশ্লিষ্ট পদে নিযুক্তদের প্রাথমিক ভাবে ছ’মাস কাজের মেয়াদ থাকবে। এর পর শর্তসাপেক্ষে এই মেয়াদ আরও দু’বছর অথবা নিযুক্তদের ৬০ বছর বয়স পর্যন্ত বাড়ানো হতে পারে।
আরও পড়ুন:
কনসালট্যান্ট (ভিডিয়ো এডিটিং) পদে আবেদনের জন্য বয়সের ঊর্ধ্বসীমা ৬০ বছর। নিযুক্তদের পারিশ্রমিক ধার্য করা হয়েছে মাসে ৪০,০০০-৬০,০০০ টাকা।
আবেদনের জন্য চাকরিপ্রার্থীদের কোনও স্বীকৃত প্রতিষ্ঠান স্নাতক হওয়ার পর মাস কমিউনিকেশন এবং জার্নালিজ়মে ডিগ্রি বা ডিপ্লোমা থাকতে হবে। পাশাপাশি, ভিডিয়ো এডিটিং করার পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। এ ছাড়াও যোগ্যতার অন্য মাপকাঠি রয়েছে।
আগ্রহীদের এর জন্য বিজ্ঞপ্তি মোতাবেক ফরম্যাটে আবেদনপত্র-সহ অন্য নথি বিজ্ঞপ্তিতে উল্লিখিত ঠিকানায় পাঠিয়ে আবেদন জানাতে হবে। আবেদনের শেষ দিন আগামী ১৬ মে। নিয়োগের শর্তাবলি বিশদ জানার জন্য প্রার্থীদের বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট দেখে নিতে হবে।