কলকাতা বিশ্ববিদ্যালয়ে গবেষণাধর্মী কাজের জন্য কর্মী প্রয়োজন। সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের তরফে এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। জানানো হয়েছে, বিশ্ববিদ্যালয়ের গবেষণা প্রকল্পের জন্য অর্থ সাহায্য করবে কেন্দ্রীয় সরকারি সংস্থা। এর জন্য প্রার্থীদের যোগ্যতা যাচাই করা হবে ইন্টারভিউয়ের মাধ্যমে। তাঁদের আগে থেকে আবেদনপত্র পাঠাতে হবে না।
বিশ্ববিদ্যালয়ের হোম সায়েন্স বিভাগে প্রকল্পের কাজ হবে। গবেষণা হবে বাংলার মহিলা তাঁতিদের কর্মক্ষেত্রের ‘স্ট্রেস’ নিয়ে। প্রকল্পটি কেন্দ্রীয় সরকারি সংস্থা ইন্ডিয়ান কাউন্সিল অফ সোশ্যাল সায়েন্স রিসার্চ (আইসিএসএসআর)-এর অর্থপুষ্ট।
প্রকল্পটিতে নিয়োগ হবে রিসার্চ অ্যাসিস্ট্যান্ট পদে। কতগুলি শূন্যপদে নিয়োগ হবে বা আবেদনকারীদের বয়ঃসীমার বিষয়ে বিজ্ঞপ্তিতে কিছু উল্লেখ করা হয়নি।
আরও পড়ুন:
প্রকল্পে নিযুক্ত ব্যক্তির কাজের মেয়াদ থাকবে ১০ মাস। সাম্মানিক হবে মাসে ৩৫,০০০ টাকা। এ ছাড়াও মিলবে বাড়িভাড়া বাবদ ভাতা।
আবেদনকারীদের সমাজবিজ্ঞানের যে কোনও শাখায় স্নানতকোত্তরে ন্যূনতম ৫৫ শতাংশ নিয়ে উত্তীর্ণ হতে হবে। পাশাপাশি প্রয়োজন নেট উত্তীর্ণ হওয়ার শংসাপত্র/ এমফিল/ পিএইচডি।
আগামী ১৫ মে দুপুর ১২টা নাগাদ বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট বিভাগে নিয়োগের ইন্টারভিউয়ের আয়োজন করা হবে। ওই দিন প্রার্থীদের আবেদনপত্র, জীবনপঞ্জি-সহ অন্যান্য নথি নিয়ে সেখানে উপস্থিত হতে হবে। এই বিষয়ে বিশদ জানতে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট দেখে নিতে হবে।