রাজ্যে মৌলানা আবুল কালাম আজ়াদ ইউনিভার্সিটি অফ টেকনোলজি (ম্যাকাউট)-তে গবেষণা প্রকল্পে কর্মী নিয়োগ করা হবে। সম্প্রতি এই সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে প্রতিষ্ঠানের ওয়েবসাইটে। অনলাইনে আবেদনপত্র জমা দিতে হবে।
প্রোজেক্ট অ্যাসোসিয়েট ১ নেওয়া হবে। প্রতিষ্ঠানের মাইক্রোইলেক্ট্রনিক্স এবং ভিএলএসআই (ভেরি লার্জ স্কেল ইন্টিগ্রেশন) টেকনোলজি বিভাগের তরফে প্রকাশিত হয়েছে বিজ্ঞপ্তিটি। কেন্দ্রীয় সরকারের বৈদ্যুতিন ও তথ্য প্রযুক্তি মন্ত্রকের অর্থানুকূল্যে চালিত প্রকল্পে কাজ করতে হবে। শূন্যপদ দু’টি। প্রতি মাসে ৩১ হাজার টাকা ফেলোশিপ দেওয়া হবে। আবেদনের জন্য যে কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে ইলেক্ট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং/ মাইক্রোইলেক্ট্রনিক্স এবং ভিএলএসআই টেকনোলজি/ এমবেডেড সিস্টেম/ ভিএলএসআই ডিজ়াইন-এ মাস্টার অফ টেকনোলজি/ মাস্টার অফ ইঞ্জিনিয়ারিং ডিগ্রি থাকতে হবে। ন্যাশনাল এলিজিবিলিটি টেস্ট/ গ্র্যাজুয়েট অ্যাপ্টিটউড টেস্ট উত্তীর্ণ হওয়া চাই। প্রার্থীর বয়স ৩৫ বছরের মধ্যে হতে হবে। বাকি প্রয়োজনীয় যোগ্যতা জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখতে পারেন।
আরও পড়ুন:
আবেদন করবেন কী ভাবে?
প্রার্থীকে প্রথমে ম্যাকাউট-এর ওয়েবসাইটে যেতে হবে। ‘হোমপেজ’ থেকে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিটি দেখা যাবে। সেখানে দেওয়া তথ্য অনুযায়ী আবেদনপত্র এবং প্রয়োজনীয় নথি জমা দিতে হবে। আবেদন প্রক্রিয়া সম্পন্ন হলে ইন্টারভিউয়ের জন্য ডাকা হবে বাছাই করা প্রার্থীদের। আবেদনপত্র জমা দেওয়ার শেষ দিন ১৬ মে। এই সংক্রান্ত বিস্তারিত তথ্য এবং শর্তাবলি জানতে ম্যাকাউট-এর ওয়েবসাইটটি দেখতে পারেন।