কেন্দ্রীয় সরকারের বাণিজ্য দফতরের অধীনস্থ প্রতিষ্ঠান ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ফরেন ট্রেড (আইআইএফটি)-এ শিক্ষকতার সুযোগ। সম্প্রতি এই মর্মে নিয়োগ-বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে প্রতিষ্ঠানের ওয়েবসাইটে। জানানো হয়েছে, প্রতিষ্ঠানের কলকাতা, কাকিনাড়া এবং নয়া দিল্লি ক্যাম্পাসের জন্য এই নিয়োগ। যেখানে চুক্তির ভিত্তিতে কাজের সুযোগ পাবেন নিযুক্তেরা। এর জন্য অনলাইনেই সম্পন্ন হবে আবেদন প্রক্রিয়া।
প্রতিষ্ঠানে অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের সমতুল ফ্যাকাল্টি পদে নিয়োগ হবে। মোট শূন্যপদের সংখ্যা পাঁচ। তবে এই পদে আবেদন করতে পারবেন শুধুমাত্র সংরক্ষিত শ্রেণিভুক্তরা। সংশ্লিষ্ট পদে নিযুক্তরা প্রতিষ্ঠানের বিভিন্ন ক্যাম্পাসে ইন্টারন্যাশনাল ট্রেড অ্যান্ড অ্যানালিটিক্স, মার্কেটিং, ইন্টারন্যাশনাল ফিন্যান্স এবং ট্রেড অপারেশন্স অ্যান্ড লজিস্টিক্সের মতো নানা বিষয় পড়ানোর সুযোগ পাবেন। নিযুক্তদের বেতন কাঠামো হবে মাসে ৫৭,০০০০-৯৮,২০০ টাকা।
আরও পড়ুন:
আবেদনকারীদের কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে সংশ্লিষ্ট বিষয়গুলিতে স্নাতকোত্তরে ন্যূনতম ৫৫ শতাংশ নম্বর নিয়ে উত্তীর্ণ হতে হবে। এ ছাড়াও যোগ্যতার অন্যান্য মাপকাঠির কথা মূল বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
প্রতিষ্ঠানের তরফে ইন্টারভিউয়ের মাধ্যমে যোগ্যতা যাচাই করে সংশ্লিষ্ট পদে কর্মী নিয়োগ করা হবে। এর জন্য আগ্রহীদের বিজ্ঞপ্তিতে উল্লিখিত লিঙ্কে গিয়ে সমস্ত নথি-সহ আবেদন জানাতে হবে। এই বিষয়ে বিস্তারিত জানার জন্য প্রার্থীদের প্রতিষ্ঠানের ওয়েবসাইট দেখে নিতে হবে।