কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ে কর্মখালি। ওই বিশ্ববিদ্যালয়ের ডিপার্টমেন্ট অফ অ্যালায়েড হেলথ সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে অতিথি শিক্ষক (গেস্ট ফ্যাকাল্টি) পদে কর্মী প্রয়োজন। মোট শূন্যপদ ১৫।
অপটোমেট্রি, ফিজ়িয়োথেরাপি, মেডিক্যাল রেডিয়োলজি অ্যান্ড ইমেজিং টেকনোলজি, মেডিক্যাল ল্যাবরেটরি টেকনোলজি, ফিজ়িয়োলজি বিষয়ে পিএইচডি ডিগ্রি অর্জন করেছেন, এমন ব্যক্তিদের উল্লিখিত পদে নিয়োগ করা হবে।
আরও পড়ুন:
তবে, স্নাতকোত্তর যোগ্যতা সম্পন্ন ব্যক্তিরাও শর্তসাপেক্ষে সংশ্লিষ্ট পদে কাজের সুযোগ পাবেন। কী ভাবে নিয়োগ করা হবে, পারিশ্রমিক কত— এই সংক্রান্ত বিষয়ে যদিও কোনও তথ্য বিজ্ঞপ্তিতে প্রকাশ করা হয়নি।
আগ্রহীদের অনলাইনে ইমেল মারফত আবেদন পাঠাতে হবে। আবেদনপত্র জমা দেওয়ার শেষ দিন ২ এপ্রিল। এই বিষয়ে আরও জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখে নিতে পারেন।