ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি (আইআইটি) খড়্গপুরের একটি গবেষণা প্রকল্পে প্রজেক্ট রিসার্চ সায়েন্টিস্ট প্রয়োজন। ওই কাজের জন্য একটি শূন্য পদ রয়েছে। তাঁকে ইন্ডিয়ান কাউন্সিল ফর মেডিক্যাল রিসার্চ (আইসিএমআর)-এর অর্থপুষ্ট প্রকল্পে কাজ করতে হবে।
সংশ্লিষ্ট পদে কাজ করতে আগ্রহীদের কম্পিউটার সায়েন্স, ইনফরমেশন টেকনোলজি কিংবা সমতুল্য বিষয়ে পিএইচডি ডিগ্রি এবং তিন থেকে পাঁচ বছরের কাজের অভিজ্ঞতা থাকা প্রয়োজন। উন্ড হিলিং এবং ড্রেসিং ফ্যাব্রিকেশন সংক্রান্ত বিষয়ে গবেষণার অভিজ্ঞতা থাকলে নিয়োগের ক্ষেত্রে অগ্রাধিকার মিলবে।
আরও পড়ুন:
নিযুক্ত ব্যক্তিকে ৩৪ মাসের চুক্তিতে কাজ করতে হবে। প্রতি মাসে পারিশ্রমিক হিসাবে ৭৮ হাজার টাকা বরাদ্দ করা হয়েছে। আবেদনকারীদের বয়স ৪৫ বছরের মধ্যে হতে হবে।
আগ্রহীদের অনলাইনে আবেদন করতে হবে। আবেদনের শেষ ১৯ এপ্রিল। এই বিষয়ে আরও জানতে হলে মূল বিজ্ঞপ্তিটি দখে নিতে হবে।